পুজো শেষ হয়ে যাওয়ার পরেও ফের নতুন করে এখানে পুজোর আনন্দে মেতে উঠেছেন কয়েক হাজার মানুষ। স্থানীয় মানুষের বিশ্বাস, দুর্গা কৈলাসে ফিরে যাওয়ার সময় রংধামালির এই এলাকায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন দেবীকে দেখে পুজো দেন গ্রামবাসীরা। সেই প্রথা মেনে প্রতি বছরই মায়ের পুজোর আয়োজন করেন গ্রামবাসীরা। একটি বড় মেলাও বসে। ১৪১ বছর ধরে এই পুজো ও মেলার আয়োজন করা হচ্ছে।
advertisement
মন্দিরের পুরোহিত বিষ্ণু চক্রবর্তী বলেন, “গত ৪০ বছরের বেশি সময় ধরে এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছি। একদিনের দুর্গাপুজো নামে এই পুজোর খ্যাতি রয়েছে। ষষ্ঠী থেকে দশমী সঙ্গে তিনটি কালী ঠাকুরের পুজো, একইসঙ্গে করা হয়।”
সুরজিত দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2022 9:23 PM IST