TRENDING:

Migratory Birds: 'অতিথি দেব ভব'! শুধু মানুষ নয়, এবার পরিযায়ী পাখিদেরও রক্ষাকর্তা পুলিশ! জলপাইগুড়িতে কি করল জানলে স্যালুট জানাবেন

Last Updated:

তিস্তা পাড়ের অতিথিদের পাহারায় মোতায়েন জলপাইগুড়ি জেলা পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: তিস্তা পাড়ের অতিথিদের পাহারায় মোতায়েন জলপাইগুড়ি জেলা পুলিশ! কাদের এভাবে কড়া পাহারা দিচ্ছে পুলিশ! ভেবে অবাক হচ্ছেন? আসলে জলপাইগুড়ির তিস্তা পাড়ে এখন অতিথি পাখিদের জমজমাট ভিড়, আর সেই পাখিদের পাহারায় রয়েছে খোদ পুলিশ।
advertisement

এখন তিস্তা ও করলার ধারে ডানা মেলে উড়ছে নানা জাতের পরিযায়ী পাখিরা। সুদূর দেশ থেকে হাজার হাজার মাইল উড়ে এসে জলপাইগুড়ির এই দুই নদীর পারে ভিড় করেছে তারা। শহরবাসীর কাছে এ যেন এক অন্যরকম উৎসব—পাখিদের কলরবে সকাল বিকেল মুখরিত হয়ে ওঠে করলা-তিস্তার পাড়। এই প্রাকৃতিক সৌন্দর্য ও পাখিদের নিরাপত্তা রক্ষায় এবার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ।

advertisement

আরও পড়ুন: আচমকা বদলে গেল ট্যুরিস্ট স্পটের চেহারা! উপচে পড়া ভিড় থেকে এখন খাঁ খাঁ! হলটা কি গজলডোবায়

সকাল-সন্ধ্যা নদী পাড়ে টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা। লক্ষ্য একটাই—এই অতিথি পাখিদের কেউ যেন বিরক্ত না করে, কেউ যেন ক্ষতি না করে। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে জুবলি পার্কে বসানো হয়েছে এক তথ্য বোর্ড, যেখানে জলপাইগুড়িতে আগত বিভিন্ন প্রজাতির পাখিদের ছবি ও তথ্য তুলে ধরা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে বাড়ছে সচেতনতা ও পাখি সংরক্ষণের প্রতি আগ্রহ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পুলিশ জানিয়েছে, শুধু বিদেশি নয়, দেশীয় কিছু পাখিও তিস্তা-করলার ধারে আসে। এদের সকলের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাঁদের অগ্রাধিকার। এক পুলিশ সদস্যের কথায়, “ওরা আমাদের অতিথি। ওদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। মানুষ যেন জানে, জলপাইগুড়ি শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়, অতিথি পাখিদেরও এক আশ্রয়স্থল।” প্রকৃতি ও প্রাণী সংরক্ষণের এই সম্মিলিত চেষ্টায় এক নতুন নজির গড়ছে জলপাইগুড়ি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিনেদুপুরে হঠাৎ হামলা, কাজে যেতেও ভয়! শিয়ালের তাণ্ডবে অতিষ্ঠ সোনাপলাশী
আরও দেখুন

সুরজিৎ দে 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Migratory Birds: 'অতিথি দেব ভব'! শুধু মানুষ নয়, এবার পরিযায়ী পাখিদেরও রক্ষাকর্তা পুলিশ! জলপাইগুড়িতে কি করল জানলে স্যালুট জানাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল