জানা যাচ্ছে, এদিন সকালে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে হস্টেল থেকে কলেজের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন রাস্তায় আসতেই দুর্ঘটনা ঘটে। আচমকা গর্তের মধ্যে বসে যায় বাসের চাকা। কাত হয়ে যায় বাসের একটি অংশ।
advertisement
অভিযোগ, রাতে এই রাস্তায় জল প্রকল্পের পাইপ লাইনের কাজ হয়েছে। ঠিকাদার সংস্থা রাস্তা ভরাট করে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ডাক্তারি পড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ট্রাফিক পুলিশের কর্মীরা।
এদিনই জলপাইগুড়ি শহরে আরও একটি দুর্ঘটনা ঘটে। টোটো রিক্সাকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে পুলকার। আহত হন একজন ছাত্র। তাঁর কানের পাশে সামান্য আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। শুক্রবার সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন শিরিশ তলার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। এরপর ফের ভ্যান গাড়িকে পুলকার হিসেবে ব্যবহার করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
