TRENDING:

Jalpaiguri : তুমি যে ঘরে কে তা জানত! খাটের তলায় ঘাপটি মেরে বসে চিতাবাঘ, তারপর হুলস্থুল কাণ্ড

Last Updated:

Jalpaiguri : দিন দিন চিতাবাঘের উপদ্রব বেড়েই চলছে বলে দাবি এলাকাবাসীদের। কখনও ঢুকে পড়ছে গোয়ালঘরে, আবার কখনও ঢুকে পড়ছে ঘরের মধ্যেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: তুমি যে ঘরে কে তা জানত....! মালবাজারের ক্রান্তি ব্লকের খালপাড়া এলাকায় একটি বাড়ি এমনই ঘটনার সাক্ষী থাকল। ঘরের ভিতরে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বাড়ির লোকেরা প্রথম চিতাবাঘটিকে দেখতে পায়। দেখা মাত্রই নিমেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর খবর দেওয়া হয় বন দফতর কর্মীদের। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং এর পরে ঘুমপাড়ানি গুলি করা হয় চিতাবাঘটিকে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

রাত একটা নাগাদ চিতাবাঘটিকে অবশেষে জালবন্দি করা হয়। তারপরই প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। ডুয়ার্সের চা বাগান কিংবা বন সংলগ্ন গ্রামাঞ্চলে দিন দিন চিতাবাঘের উপদ্রব বেড়েই চলছে বলে দাবি এলাকাবাসীদের। কখনও ঢুকে পড়ছে গোয়ালঘরে, আবার কখনও ঢুকে পড়ছে ঘরের মধ্যেই। একই রকম ভাবে শনিবার রাতে এই চিতাবাঘটি ঢুকে পড়ে এক গৃহস্থ বাড়িতে। পরে বনকর্মীরা ঘুম পাড়ানি গুলি করে সেটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষন কেন্দ্রে নিয়ে যান।

advertisement

ঘটনাটি ঘটেছে মাল মহকুমা এলাকার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের উত্তর খালপাড়া গ্রামে। জানা গিয়েছে, শনিবার রাতে উত্তর খালপাড়া গ্রামের জনৈক আমল রায়ের বাড়িতে আচমকাই এক চিতাবাঘ ঢুকে পড়ে। ঢুকে সটান আশ্রয় নেয় সে খাটের নীচে। নিরাপদেই ঘাপটি মেরে বসেছিল সে। কিন্তু তবুও বাড়ির লোকেদের চোখে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই ওই বাড়ি এবং আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিড় করে আশপাশের মানুষ।

advertisement

এলাকায় চাঞ্চল্য

আরও পড়ুন- উত্তরবঙ্গে ফের উদ্ধার ক্যাঙারুর ছানা! পাচারকারীদের সন্ধানে হন্যে বন আধিকারিকরা

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বনকর্মীরা। উপস্থিত হয় ক্রান্তি ফাঁড়ির পুলিশ। বেশ খানিক ক্ষনের চেষ্টা পরে রাত ১ টা নাগাদ ঘুম পাড়ানি গুলি করে চিতাবাঘটিকে কাবু করা হয়। তার পরে নিয়ে যাওয়া হয় লাটাগুড়ি  প্রকৃতি বিক্ষন কেন্দ্রে। এই ঘটনায় জখমের কোনও খবর নেই। বনকর্মীরা জানান, প্রাথমিক পরিচর্চা ও সুশ্রুসার পরে আবার বনে ছেড়ে দেওয়া হবে চিতাবাঘটিকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

রকি চৌধুরী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri : তুমি যে ঘরে কে তা জানত! খাটের তলায় ঘাপটি মেরে বসে চিতাবাঘ, তারপর হুলস্থুল কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল