জানা গিয়েছে, গত শনিবার জিপসি সাফারির গাড়ির চালক ও মালিকদের নিয়ে বৈঠক করে উদ্যান কর্তৃপক্ষ। তারকপর একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই জানানো হয়েছে, এবার থেকে চালু হচ্ছে নতুন সাফারি পার্কিং এবং একেবারে নতুন পিলখানা দর্শন। ফলে পর্যটকরা এবার কেবল জঙ্গল সাফারিই নয়, হাতিদের থাকার জায়গাও চাক্ষুস দেখতে পারবেন।
আরও পড়ুন : স্ত্রীহারা বৃদ্ধের অদম্য জেদ, ৭০ বছরেও হাল ছাড়েননি! পাথর শিল্পীর গল্প অবাক করবে আপনাকে
advertisement
জানা গিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে হাতিদের ঘর কেমন, কীভাবে রাখা হয় তাদের, কী খাওয়ানো হয়, এই সবই সরাসরি দেখার সুযোগ পাবেন পর্যটকরা। সবচেয়ে বড় সুখবর রয়েছে হাতি সাফারি প্রেমীদের জন্য। বন দফতর জানিয়ে দিয়েছে, এক মাস আগেই অনলাইনে হাতি সাফারির টিকিট বুকিং করার সুযোগ পাবেন পর্যটকরা।
আরও পড়ুন : ‘এই জিনিস’ ছাড়া বাঙালির পুজো শুরুই হয় না! দোকানে উপচে পড়ছে ভিড়, আপনার কাছে আছে তো?
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি থেকে এই ব্যবস্থা বন্ধ ছিল। পর্যটন ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর আবারও তা চালু করা হল। এর ফলে আর ভোরবেলা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না। যে সিদ্ধান্তের ফলে খুশি পর্যটক মহল। তবে জিপসি সাফারির টিকিটের জন্য এখনও অনলাইনে বুকিং শুরু হয়নি। জানা গিয়েছে, উদ্যান খোলার আগে প্রায় ৭০ কিলোমিটার জিপসি সাফারির রাস্তা একেবারে ঝকঝকে করে প্রস্তুত করা হয়েছে।