'এই জিনিস' ছাড়া বাঙালির পুজো শুরুই হয় না! দোকানে উপচে পড়ছে ভিড়, আপনার কাছে আছে তো?

Last Updated:

Radio Demand Before Mahalaya : মহালয়ার ভোর মানেই আজও বাঙালির কাছে রেডিওর অনন্য আকর্ষণ। ভোর পাঁচটায় মহিষাসুরমর্দিনী যেন এক অব্যর্থ ডাক। তাই হঠাৎ করে ভিড় রেডিওর দোকানে।

+
রেডিও

রেডিও মেরামত।

জলপাইগুড়ি, সুরজিৎ দে: পুজো আসলেই এই দোকানে ভিড় জমে। কেন জানেন? কারণ আজও অনেকের কাছেই মহালয়া মানেই সেই গম্ভীর সুর। হাতে স্মার্টফোন, ঘরে স্মার্ট টিভি, ইউটিউবের লাইভ স্ট্রিম – সবকিছু থাকলেও মহালয়ার ভোর মানেই আজও বাঙালির কাছে রেডিওর অনন্য আকর্ষণ। ভোর পাঁচটায় মহিষাসুর মর্দিনী যেন এক অব্যর্থ ডাক। যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এক অটুট ঐতিহ্য।
জলপাইগুড়ি কদমতলা মোড়ের ছোট্ট রেডিওর দোকান দোকান চালান গৌতমবাবু। তাই পুজোর আগে ভিড় লেগেই থাকে এই দোকানে। দোকান মালিক গৌতম দাস প্রায় চার দশক ধরে রেডিও মেরামত ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি জানান, “সারা বছর তেমন কাজ থাকে না। কিন্তু মহালয়ার আগে থেকেই হঠাৎ ক্রেতার ভিড় বেড়ে যায়। অনেকে পুরনো রেডিও ধুলো ঝেড়ে ঠিক করান, আবার কেউ নতুন এফএম সেট কিনতে আসেন।
advertisement
আরও পড়ুন : সীমান্ত গ্রামের ধুনির ঘরেই আজও পূজিত হন মা দুর্গা! জমিদারবাড়ির জৌলুস নেই, কিন্তু গন্ধ মিশে আছে ‘পথের পাঁচালী’র
ক্রেতাদের মুখেও একই সুর। নগরবাড়ি এলাকার বাসিন্দা অরিন্দম চট্টোপাধ্যায় বললেন, “আমাদের বাড়িতে টিভি আছে, মোবাইলও আছে। কিন্তু মহালয়ার ভোরে রেডিও না চালালে পুজোর শুরুই হয় না। দোকানের তাক জুড়ে এখন ঝকঝকে ট্রানজিস্টর, ভিনটেজ রেডিও থেকে শুরু করে আধুনিক এফএম সেট।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গৌতমবাবুর মতে, “রেডিও শুধু যন্ত্র নয়, এটা আসলে আবেগ। মহালয়া না এলে বোঝাই যেত না, এখনও রেডিওর এত টান আছে মানুষের মনে। প্রযুক্তির এই যুগেও তাই জলপাইগুড়ির রেডিও দোকান ভরছে ক্রেতার পদচারণায়। মহালয়ার আগের রাতে ঘড়ি মিলিয়ে রাখা, ভোরে উঠে রেডিওর সুইচ অন করা, এই রীতিই যেন আজও বাঙালির পুজোর প্রস্তুতির অবিচ্ছেদ্য অংশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'এই জিনিস' ছাড়া বাঙালির পুজো শুরুই হয় না! দোকানে উপচে পড়ছে ভিড়, আপনার কাছে আছে তো?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement