চোরাশিকার রুখতে এবং বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের কোদালবস্তি গ্রামে বন দফতরের তরফে বিশেষ শিবির অনুষ্ঠিত হয়েছে। যেখানে জলদাপাড়া বনবিভাগের সহকারী বন্যপ্রাণ আধিকারিক নভিকান্ত ঝাঁ সহ কোদালবস্তি রেঞ্জের রেঞ্জ অফিসার ও বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ শাখার আধিকারিকেরা উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: বন্যার হাত থেকে রক্ষা করতে হবে জয়গাঁকে! অভিনব উদ্যোগ
advertisement
মূলত বন্যপ্রাণীকে সংরক্ষণ করতে কি কি করণীয় তা নিয়ে অবগত করতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য ও যৌথ বনসুরক্ষা কমিটির সদস্যের নিয়ে বিশেষ কর্মশালার আয়জন হয়েছে। যেখানে দেখানো হচ্ছে একপ্রকার হাতে কলমে বন্যপ্রাণীদের সংরক্ষণ এবং এর ফলে কি কি লাভ হতে পারে। এছাড়া কেউ যদি চোরা শিকারের সঙ্গে যুক্ত হয় সেক্ষত্রে তার কি সাজা হতে পারে, এ সকল বিষয়ে অবগত করা হচ্ছে। পাশাপাশি, শুধু বন্যজন্তু নয়, চেং মাছ সহ নদীর অন্যান্য বেশ কিছু ছোট মাছ শিকার করলেও অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে বন দফতর তরফে জানানো হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে জলদাপাড়া বনবিভাগের সহকারী বন্যপ্রাণ আধিকারিক নভিকান্ত ঝাঁ বলেন, “জঙ্গলের সবচেয়ে কাছে এই বনবস্তিগুলোই রয়েছে। তাই তাদের প্রথমে সচেতন করলে অনেকাংশে বন্যপ্রাণ সংরক্ষণ এবং নানা অপরাধ রোখা সম্ভব হবে বলে আমাদের ধারণা। সেই কারণে প্রথমে এই এলাকার মানুষদের এ নিয়ে সচেতন করা হচ্ছে।”
Annanya Dey