প্রত্যক্ষদর্শীদের মতে, ধাক্কার তীব্রতায় মুহূর্তের মধ্যেই বাসটির একাধিক চাকা খুলে যায় এবং তেলের ট্যাঙ্ক ফেটে চারদিকে তেল ছড়িয়ে পড়ে। হঠাৎ এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বন্দে ভারত স্লিপার কোন কোন জেলার উপর দিয়ে যাবে? কত ভাড়া? পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় বড় সংযোজন
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বাসে থাকা যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনায় এক বৃদ্ধা যাত্রী আহত হন। তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শীতের ভোররাতে কুয়াশার কারণে ঘন ঘন দুর্ঘটনার খবর নজরে আসে। তার মধ্যে বছরের শুরুতে পিকনিকের আনন্দ গেল ভেস্তে। আতঙ্কের চিৎকার যাত্রীবাহী বাসে। ইসলামপুরের এই দুর্ঘটনায় যদিও হতাহতের খবর নেই।
