অযোধ্যা রাম মন্দির উদ্বোধন লাইভ কভারেজ । Ayodhya Ram Mandir Inauguration LIVE
আরও পড়ুন: টনক নড়ল রেলের, ধ্রুবচাঁদ হালদার কলেজের সামনের রাস্তা সারাই শুরু
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। ঐদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ হিসাবে অক্ষত চাল পাঠানো হয়েছে মালদহ জেলায়। রাম মন্দিরের ঘি, হলুদ মাখানো এই চাল বিশেষভাবে পুজো করা হয়েছে। তারপর সেই চাল দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে। মালদহে এসেছে সেই অক্ষত চাল সঙ্গে রাম মন্দিরের ছবি। মালদহ জেলা বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা এই বিশেষ চাল ও রাম মন্দিরের ছবি জেলার বিভিন্ন প্রান্তের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে মন্দির উদ্বোধনে হাজির থাকার আমন্ত্রণ জানাচ্ছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সন্তোষ রায় বলেন, অযোধ্যা থেকে বিশেষ এই অক্ষত এসেছে। পুজো করা চালে হলুদ-ঘি মাখানো। ২২ জানুয়ারি প্রতিটি বাড়িতে যাতে প্রদীপ জ্বালানো হয়, অকাল দীপাবলি করা হয় সেই আবেদন রাখা হচ্ছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত জেলা জুড়ে এই নিমন্ত্রণ পর্ব চালাবে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। রাম মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকার পাশাপাশি ২২ জানুয়ারি জেলার প্রতিটি বাড়িতে বাড়িতে যেন প্রদীপ প্রজ্বলন করা হয় সেই আবেদন রাখছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। দেশজুড়ে ঐদিন প্রতিটি বাড়িতে বাড়িতে প্রদীপ প্রজ্বলন করা হবে।
হরষিত সিংহ





