TRENDING:

Indian Railways: বার বার সতর্ক করা হলেও কেউ শোনেননি! মালদা ডিভিশনে গ্রেফতার ১৩৪৫, দিনের পর দিন ট্রেনে বসে কী 'অপকর্ম' হয়েছে জানেন?

Last Updated:

Indian Railways: মানুষ চিকিৎসা, কর্মসংস্থান বা অন্যান্য জরুরি প্রয়োজনে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে রেলের উপর নির্ভরশীল। কিন্তু এমন কাজ করলে ট্রেন দেরিতে চলাচল করে। বড় ক্ষতি হয়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: ট্রেন সফরে আমরা বিভিন্ন কামরায় অ্যালার্ম চেনের উপস্থিতি লক্ষ্য করি। যার সঙ্গে জুড়ে রয়েছে যাত্রী সুরক্ষা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের প্রশ্ন। সাধারণত জরুরি পরিস্থিতিতে যাত্রীরা এই অ্যালার্ম চেন টানলে গাড়ি থামান চালক। তবে, কেউ এই অ্যালার্ম ব্যবহার করলে তার উপযুক্ত কারণ দর্শাতে হয়। অকারণে যাতে কেউ এই আপৎকালীন বা জরুরি ব্যবস্থার ব্যবহার না করেন, এই কারণেই এমন ব্যবস্থা রয়েছে রেলের। এরপরও এক শ্রেণীর রেল যাত্রীর সচেতনতার অভাবে মাঝেমধ্যেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে, যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়।
News18
News18
advertisement

পূর্ব রেলের শুধুমাত্র মালদহ ডিভিশনেই গত ২০২৪-২৫ বছরে বিনা কারণে রেলের অ্যালার্ম চেন অপব্যবহারের ঘটনা ঘটেছে প্রায় ১৪শো-র আশপাশে। রেলের তথ্য বলছে, গত আর্থিক বছরে মালদহ ডিভিশনে রেলের অ্যালার্ম চেন পুলিং-এর মামলা নথিভুক্ত হয়েছে ১৩৯৩টি। এমন ঘটনায় আরপিএফ ১৩৪৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এক্ষেত্রে অভিযুক্তদের কাছ থেকে জরিমানা বাবদ মালদা ডিভিশনের আয় হয়েছে তিন লক্ষ ৯১ হাজার ৯৫০ টাকা!

advertisement

আরও পড়ুন: ব্যাঙ্কে ঢুকে মহিলা বললেন, ‘টাকা তুলব’! চেক দিলেন ক্যাশিয়ারের হাতে, তারপর? এ কী লেখা?

অ্যালার্ম চেন পুলিং বা এসিপি অপব্যবহার রেল অ্যাক্টের ১৪১ নম্বর ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী, এক্ষেত্রে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা, এক বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। কারণ, বিনা কারণে অ্যালার্ম চেন পুলিং ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় এবং যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করে। রেল সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে পূর্ব রেলের মালদহ ডিভিশনে সবচেয়ে বেশি এসিপি অপব্যবহারের ঘটনা ঘটেছে ভাগলপুর থেকে নাথনগর এবং মালদহ থেকে গৌড় মালদা স্টেশনের মাঝে বিভিন্ন অংশে।

advertisement

আরও পড়ুন: এবার নজরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সোমবার হাইকোর্টে শুনানি! ফের হবে চাকরি বাতিল?

মালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মণীশ কুমার গুপ্ত জানিয়েছেন, এসিপি রেলের জরুরি পরিস্থিতির জন্য নির্ধারিত গুরুত্বপূর্ণ এক সুরক্ষা ব্যবস্থা। এর অপব্যবহার শুধু ট্রেন চলাচলের দেরি ঘটায় তা নয়। যাত্রীদের নিরাপত্তার উপরেও প্রভাব ফেলে। অনেকে চিকিৎসা, কর্মসংস্থান বা অন্যান্য জরুরি প্রয়োজনে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে রেলের উপর নির্ভরশীল। সে ক্ষেত্রে অ্যালার্ম চেন পুলিং এর অপব্যবহার হলে তা যাত্রীদের জন্য অত্যন্ত অসুবিধেজনক ঘটনা। তাই অপ্রয়োজনে বা অকারণে এসিপির ব্যবহার থেকে সতর্ক হতে হবে রেল যাত্রীদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেবক দেবশর্মা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: বার বার সতর্ক করা হলেও কেউ শোনেননি! মালদা ডিভিশনে গ্রেফতার ১৩৪৫, দিনের পর দিন ট্রেনে বসে কী 'অপকর্ম' হয়েছে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল