TRENDING:

Jalpaiguri News: রেল লাইনে ফাটল! ট্রেনের সামনে হাতি! আর নয় দুর্ঘটনা! এবার উত্তরবঙ্গে ১০৮ কিমি রেলপথে বসছে অত্যাধ্যুনিক প্রযুক্তি

Last Updated:

ললাইনে হাতি মৃত্যু রুখতে সহায় প্রযুক্তি! ১০৮ কিমি জুড়ে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার রেল কর্তৃপক্ষের। কীভাবে হাতি মৃত্যু রুখতে সাহায্য করে এই প্রযুক্তি জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: রেললাইনে হাতি মৃত্যু রুখতে সহায় প্রযুক্তি! ১০৮ কিমি জুড়ে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার রেল কর্তৃপক্ষের। কীভাবে হাতি মৃত্যু রুখতে সাহায্য করে এই প্রযুক্তি জানেন? ডুয়ার্সের গভীর জঙ্গল পেরিয়ে ছুটে চলে ট্রেন। সেই পথেই মাঝেমধ্যে আচমকা চলে আসে বুনো হাতির পাল। কখনও সতর্কতার অভাবে, কখনও পরিস্থিতির চাপে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায় তারা। কিন্তু আর নয়!
advertisement

উত্তর-পূর্ব সীমান্ত রেল এবার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রুখতে চলেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। সেবকের গুলমা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ১০৮ কিলোমিটার রেলপথে চালু হয়েছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কাজ করবে এই প্রযুক্তি, যা ট্রেন লাইনে হাতির উপস্থিতি টের পেলেই সঙ্গে সঙ্গে সংকেত পাঠাবে গেটম্যান, স্টেশন মাস্টার, লোকো পাইলট ও গার্ডকে। ফলে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে, বাঁচানো যাবে নিরীহ প্রাণ।

advertisement

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে পুঁটি, বোরোলি, টেংরা…! বাঁচাতে এবার অভিনব উদ্যোগ মৎস্য দফতরের

শুধু হাতি নয়, এই প্রযুক্তি রেলপথে নাশকতা, ফাটল, ভূমিধস বা জলাবদ্ধতার মত বিপজ্জনক পরিস্থিতিরও সতর্কবার্তা দেবে। ইতিমধ্যেই হাসিমারা, বিন্নাগুড়ি, চালসা, মালবাজার, গোরুমারা ও লাটাগুড়ি স্টেশন সংলগ্ন হাতি করিডরগুলিতে এই প্রযুক্তির ট্রায়াল চলছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব জানান, “রেল চলাচলের গতি অক্ষুণ্ণ রাখার পাশাপাশি বন্যপ্রাণীদের নিরাপত্তাও আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। প্রযুক্তির সাহায্যে এই সংঘর্ষ এড়ানোই মূল লক্ষ্য।” প্রকৃতির বুকে আধুনিক প্রযুক্তির এমন সংযোজন নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে। হাতি মৃত্যু রুখে মানুষ-প্রকৃতির সহাবস্থানের পথে এক ধাপ এগিয়ে গেল রেল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: রেল লাইনে ফাটল! ট্রেনের সামনে হাতি! আর নয় দুর্ঘটনা! এবার উত্তরবঙ্গে ১০৮ কিমি রেলপথে বসছে অত্যাধ্যুনিক প্রযুক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল