পুজোর ছুটি চলছে। সাধারণ মানুষ এখন বেশি করে ঘুরতে যাচ্ছে। এই উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় দূর করতে, রেলের ০২৫১৮/০২৫১৭ গুয়াহাটি–কলকাতা–গুয়াহাটি ফেস্টিভ্যাল স্পেশ্যাল, ০২৫০২/০২৫০১ আগরতলা–কলকাতা–আগরতলা ফেস্টিভ্যাল স্পেশ্যাল এবং ০৫৬৩৯/০৫৬৪০ শিলচর– কলকাতা ফেস্টিভাল ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেনের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুনঃ লোকালয়ের মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে মাথার খুলি, হাড়, কঙ্কাল! হাড়হিম কাণ্ড শান্তিপুরে
advertisement
ট্রেনগুলির সময় সংশোধিত করা হয়েছে ০২৫০২ আগরতলা–কলকাতা ফেস্টিভ্যাল স্পেশ্যাল আগরতলা ছাড়বে ০৭.৩৫ মিনিটে। প্রতি বুধবার ১ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর (০৯ ট্রিপ)। কলকাতা স্টেশনে পৌঁছবে ১৪.৩০ মিনিটে। ০২৫০১ কলকাতা–আগরতলা ফেস্টিভ্যাল স্পেশ্যাল কলকাতা ছাড়বে ২১.৪০ মিনিটে। প্রতি রবিবার ৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর (০৯ ট্রিপ) আগরতলা স্টেশনে পৌঁছানোর জন্য ০৫.১৫ মিনিটে।
০২৫১৮ গুয়াহাটি–কলকাতা ফেস্টিভ্যাল স্পেশ্যাল গুয়াহাটি থেকে ২১.০০ মিনিটে ছাড়বে। প্রতি শনিবার ৪ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর (০৯ ট্রিপ) কলকাতা স্টেশনে পৌঁছবে ১৪.৩০ মিনিটে। ০২৫১৭ কলকাতা–গুয়াহাটি ফেস্টিভ্যাল স্পেশ্যাল কলকাতা ছাড়বে ২১.৪০ মিনিটে। প্রতি বৃহস্পতিবার ২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর (০৯ ট্রিপ) গুয়াহাটি স্টেশনে পৌঁছবে ১৬.১৫ মিনিটে।
০৫৬৩৯ শিলচর–কলকাতা ফেস্টিভ্যাল স্পেশ্যাল শিলচর থেকে ছাড়বে ০৫.০০ মিনিটে। প্রতি বৃহস্পতিবার ২ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর (০৯ ট্রিপ) কলকাতা স্টেশনে পৌঁছবে ১৩.০০ মিনিটে। ০৫৬৪০ কলকাতা–শিলচর ফেস্টিভ্যাল স্পেশ্যাল কলকাতা ছাড়বে ১৫.০০ মিনিটে। প্রতি শুক্রবার ৩ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বর (০৯ ট্রিপ) শিলচর স্টেশনে পৌঁছবে ২৩.৫০ মিনিটে। ০২৫০১ কলকাতা-আগরতলা ফেস্টিভ্যাল স্পেশ্যাল, ০২৫১৭ কলকাতা-গুয়াহাটি ফেস্টিভ্যাল স্পেশ্যাল এবং ০৫৬৪০ কলকাতা-শিলচর ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেনের বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে উপলব্ধ৷ মেইল/এক্সপ্রেস ভাড়া ছাড়াও, বিশেষ চার্জ আদায় করা হবে। রেয়াতি বুকিং অনুমোদিত নয়। ট্রেনগুলির তৎকাল কোটা নেই।
হরষিত সিংহ