দিন কয়েক ধরেই প্রতিকূল আবহাওয়া আর সেই প্রতিকূল আবহাওয়ার কারণে বৃষ্টি, যে বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে টয় ট্রেনের লাইন। টয় ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সাময়িকভাবে টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন: নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে নয়ানজুলিতে গাড়ি! মৃত ৪, আশ্চর্যজনকভাবে বেঁচে গেলেন মহিলা
advertisement
রেল সূত্রে জানা যাচ্ছে, কার্শিয়াংয়ের রংটং এবং তিনধরিয়ার মাঝে একাধিক জায়গায় ধস নেমেছে লাইনের উপর। কোথাও আবার উপড়ে পড়েছে গাছ। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে টয়ট্রেন চালানো সম্ভব নয় আর তারই পরিপ্রেক্ষিতে বন্ধ রাখা হয়েছে শিলিগুড়ি ও দার্জিলিং এর মধ্যে টয়ট্রেন পরিষেবা।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত টয় ট্রেন পরিষেবা পুনরায় চালু করার জন্য তৎপরতা শুরু করেছে। ইতিমধ্যেই রেল কর্মীরা ধস সরানোর কাজে হাত লাগিয়েছে। যে সমস্ত জায়গায় ধস নেমেছে এবং গাছ উপড়ে পড়েছে সেগুলি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, দ্রুত রেললাইন সংস্কার করার পর ট্রায়াল রান হবে এবং তারপরেই পুনরায় টয় ট্রেন পরিষেবা চালু করে দেওয়া হবে।
তবে বর্তমান পরিস্থিতিতে টয় ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়াই মুখ ভার পর্যটকদের। কেননা পুজোর ছুটিতে অনেকেই রয়েছেন যারা পাহাড় ঘুরতে গিয়ে টয় ট্রেনে চড়ার স্বপ্ন দেখেন। কিন্তু সেই স্বপ্ন কতটা পূরণ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বৃষ্টি বন্ধ না হলে পরিষেবা স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।