ভিন রাজ্যে হয়নি, বেসরকারিতেও হয়নি, হয়েছে শুধু টাকা খরচ! এবার সেই জটিল রোগের বিনামূল্যে চিকিৎসায় নজির গড়ল রাজ্য

Last Updated:

টাকা পয়সা শেষে অবশেষে বিনামূল্যে চমৎকার হল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে। এক রোগীর লাম্বার স্পাইনে জটিলতম অস্ত্রোপচার করে নজির গড়লেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা

+
অস্ত্রোপচারের

অস্ত্রোপচারের পর সুস্থ রোগী

মালদহ, জিএম মোমিন: চিকিৎসা করাতে গিয়েছিলেন ভিন রাজ্যে। ওষুধ খেয়ে কিছুদিন আরাম মিললেও হয়নি স্থায়ী সমাধান। কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় দাঁড়াতে পারছিলেন না নিজের পায়ে। টাকা পয়সা শেষে অবশেষে বিনামূল্যে চমৎকার হল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে। এক রোগীর লাম্বার স্পাইনে জটিলতম অস্ত্রোপচার করে নজির গড়লেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা। কোমর থেকে পা পর্যন্ত প্রচন্ড ব্যথা নিয়ে সমস্যায় পড়েছিলেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার বাসিন্দা জাগদিশ। প্রায় দেড় বছর ধরে চিকিৎসার জন্য ঘুরেছেন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে। টাকা পয়সা খরচ করে নামিদামি ওষুধ খেয়েও মেটেনি যন্ত্রণা। অবশেষে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে বিনা পয়সায় অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ঘুরছেন ওই রোগী।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক উজ্জ্বল কুমার বিশ্বাস জানান, “এই রোগীর লাম্বার স্পাইন অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত যে নার্ভগুলি ছিল সেগুলি ক্রমশ চেপে যাচ্ছিল। যার ফলে প্রচন্ড ব্যথা হচ্ছিল ওই রোগীর। তবে বর্তমানে সফলভাবে অস্ত্রোপচারের পর সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে ওই রোগী।”
advertisement
advertisement
এই বিষয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর জানান, “অনেক রোগীরা নিজেদের প্রাপ্ত ধারণায় নিউরো সংক্রান্ত জটিল রোগের চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন না। তবে বর্তমানে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা সফলভাবে নিউরো সংক্রান্ত সমস্ত রকম জটিল রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার করে চলেছেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
আজও এই ধরনের চিকিৎসার জন্য জেলার রোগীরা ছুটে যান কলকাতা ও ভিন রাজ্যে। তবে বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগ সম্পূর্ণরূপে চালু হওয়ার পর এই ধরনের চিকিৎসা পরিষেবা নিতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে আসছেন জেলা সহ পার্শ্ববর্তী জেলার রোগীরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভিন রাজ্যে হয়নি, বেসরকারিতেও হয়নি, হয়েছে শুধু টাকা খরচ! এবার সেই জটিল রোগের বিনামূল্যে চিকিৎসায় নজির গড়ল রাজ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement