যাত্রীদের ভিড় থাকায় ও ট্রেনটির চাহিদা এখনও থাকায় রেলের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনের বুকিং চালু রয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ০৯০১১ উধনা-মালদহ টাউন সামার স্পেশ্যাল ট্রেনটির সময়সীমা ৩১ অগাস্ট ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রতি বৃহস্পতিবার উধনা থেকে ছাড়বে। ০৯০১২ মালদহ টাউন-উধনা গ্রীষ্মকালীন স্পেশ্যাল ট্রেনটির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত।
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েতে বিজেপিকে আটকাতে মহাজোট কোলাঘাটে, কী স্ট্র্যাটেজি ঠিক হল…!
রবিবার মালদহ স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। মালদহ টাউন-উধনা গ্রীষ্মকালীন স্পেশ্যাল চালানোর বর্ধিত দিনের জন্য টিকিটের বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে করা যাবে। মেইল ও এক্সপ্রেস ভাড়া ছাড়াও, বিশেষ চার্জ আদায় করবে রেল কর্তৃপক্ষ। রেয়াতি বুকিং অনুমোদিত নয় এই ট্রেনের ক্ষেত্রে। গ্রীষ্মকালীন স্পেশ্যাল এই ট্রেন তৎকাল টিকিট বুকিং ব্যবস্থা নেই।
হরষিত সিংহ