উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যাতায়াত সংযোগ সহজ করার জন্য বহু ট্রেন রয়েছে। তবে অন্যান্য ট্রেনে খানিক বেশি সময় লাগলেও হলদিবাড়ি- কলকাতা সুপার ফাস্ট ট্রেনে চেপে উত্তরবঙ্গ থেকে কলকাতা যেতে অনেক কম সময় লাগে। দিনের দিনে পৌঁছানো যায় বলে বহু নিত্যযাত্রীর কাছেই পছন্দের একটি ট্রেন এই সুপারফাস্ট।
তবে অসুবিধা ছিল একটাই, হলদিবাড়ি এবং কলকাতা (চিতপুর) উভয় স্টেশন থেকে সপ্তাহে তিনবার চলাচলকারী ট্রেনটি শুধুমাত্র একটি এসি চেয়ার কার কোচ এবং 14টি দ্বিতীয় শ্রেণীর সিটিং কোচ দিয়েই চলত। যাত্রী হিসেবে বৃদ্ধ- বৃদ্ধা ,শিশু কিংবা অসুস্থ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হত চরম!
advertisement
আরও পড়ুনঃ Exclusive: বাংলার গর্ব ঝুলন গোস্বামী, কলকাতার বুকে এত বড় সম্মান আগে পাননি ‘চাকদহ এক্সপ্রেস’
তাই যাত্রীদের সুবিধার কথা ভেবে উত্তরবঙ্গবাসীর দক্ষিণবঙ্গের সঙ্গে সংযোগ ব্যবস্থা আরও সহজ এবং আরামদায়ক করতেই এই উদ্যোগ রেলের তরফে। এবার থেকে হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেসে তিনটি AC-III স্লিপার কোচে শুয়ে আরাম করে যাত্রা করতে পারবেন যাত্রীরা। শুরু হয়ে গিয়েছে এই পরিষেবা।
সুরজিৎ দে