TRENDING:

India Bangladesh News: বাংলাদেশে অশান্তির প্রভাব! ওপারে থাকা ভারতের জমিতে যেতে পারছেন না রাজ্যের কৃষকরা

Last Updated:

India Bangladesh news: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার থাকলেও সে দেশে ভারত সরকারের তরফে রয়েছে প্রায় ১৫০০ বিঘা জমি। সেই জমিই রক্ষণাবেক্ষণ করেই আয় হয় ভারতীয় কৃষকদের একাংশের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বাংলাদেশে অশান্তির জেরে এপার বাংলায় বন্ধ চাষাবাদ, বিপাকে পড়েছেন ভারতীয় কৃষকদের একাংশ। ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলির মধ্যে ইতিমধ্যেই সংবাদ শিরোনামে এসেছে জলপাইগুড়ির সদর ব্লকের সাতকুড়া, মানিকগঞ্জ। এরই সঙ্গে দোসর হয়েছে কাঁটাতারের ওপারে ভারতের জমিতে চাষাবাদ করতে না পারা।
advertisement

আরও পড়ুন: বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে ইউনুসকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা?

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার থাকলেও সে দেশে ভারত সরকারের তরফে রয়েছে প্রায় ১৫০০ বিঘা জমি। সেই জমিই রক্ষণাবেক্ষণ করে, জমিতে চা থেকে শুরু করে ধান এবং অন্যান্য নানা সবজি চাষ করে অর্থ উপার্জন করতেন জলপাইগুড়ির মানিকগঞ্জ সংলগ্ন সাতকুরা (দক্ষিণ বেরুবাড়ী) এলাকার মানুষ। কিন্তু বাংলাদেশের উত্তাল পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে গেলেও কাঁটাতার পেরিয়ে সে দেশে যেতে পারছেন না কৃষকেরা। এতে যেমন জমির রক্ষণাবেক্ষণ বন্ধ ও পাশাপাশি বন্ধ চাষাবাদ।

advertisement

আরও পড়ুন: শেষ বার আলিমুদ্দিনে বুদ্ধদেব, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বাম নেতা-কর্মী-সমর্থকরা

সেরা ভিডিও

আরও দেখুন
তিন দিনের জমাটি ফুটবল ম্যাচ! ১৬টি দল টোপকে সেরা ভালুকতোড়, রয়েছে আকর্ষণীয় পুরস্কার
আরও দেখুন

একদিকে, যেমন চা গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করা যাচ্ছে না অন্যদিকে, ধান গাছ পরিচর্যা করা যাচ্ছে না। তাই জমির ফসল রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। রুজিরুটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন সীমান্ত গ্রামের কৃষকরা। এর আগে আধার কার্ড বিএসএফের কাছে জমা রেখে কাঁটাতার পেরিয়ে যাওয়া যেত ভারতের সেই জমিতে। কিন্তু গত কয়েক দিন ধরে ওপার বাংলার হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে বন্ধ সেই যাতায়াত। কবে পরিস্থিতির স্বাভাবিক হবে সেই চিন্তায় দিশেহারা এলাকার কৃষকরা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
India Bangladesh News: বাংলাদেশে অশান্তির প্রভাব! ওপারে থাকা ভারতের জমিতে যেতে পারছেন না রাজ্যের কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল