অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে দিব্যি ভারতীয় আধার কার্ড বানিয়েছিলেন ওই বাংলাদেশি যুবক! তাঁর দুই দেশের পরিচয়পত্রে দুটি আলাদা নাম রয়েছে। সীমান্ত পারাপার করার সময় জাল আধার কার্ড ও বাংলাদেশি পরিচয়পত্র-সহ গ্রেফতার হয়েছে ওই বাংলাদেশি যুবক। দার্জিলিংয়ের খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি থেকে নেপালে ঢোকার মুখে ভারতীয় আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারাপার করতে যান যুবক! এসএসবির (সশস্ত্র সীমা বল) কাছে ওই যুবক নিজেকে পূর্ব মেদিনীপুরের রাতুল খান বলে পরিচয় দেন। তাতেই সন্দেহ হয় জওয়ানদের।
advertisement
যুবককে আটক করে তল্লাশি চালায় এসএসবি। আর তখনই উদ্ধার হয় তার বাংলাদেশের পরিচয়পত্র। বাংলাদেশের পরিচয়পত্রে যুবকের নাম মহম্মদ মানিক। লালমনিরহাটের বাসিন্দা! ধৃতের হেফাজত থেকে বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র ছাড়াও ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় আধার কার্ড উদ্ধার হয়েছে। ধৃতকে পড়ে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। জাল আধার তৈরি করে সীমান্ত পারাপার নাকি চরবৃত্তি! তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুনঃ কোথা থেকে কীভাবে তৈরি হচ্ছে চা? জানুন চায়ের ‘ইতিকথা’, দার্জিলিংয়ের টি-ট্যুরিজম উপভোগ করেছেন আপনি?
এসএসবি সূত্রে খবর, ২২ অগাস্ট দালালের মাধ্যমে ১২ হাজার টাকায় বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল ওই যুবক। এরপর নেপালে ঢোকার জন্যে আরও ২ দালালের সহায়তা নেয় ধৃত। এই দালালরাই ধৃতকে জাল আধার কার্ড সরবরাহ করেছে।