বিধাননগরের বাজারে ৪ কোটি টাকার মার্কেট কমপ্লেক্সের কাজ আটকে! কীসের ভয় ব্যবসায়ীদের? জট কাটাতে আসরে খোদ রাজ্যের মন্ত্রী

Last Updated:

ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডর তরফে ৪ কোটি টাকার নতুন তিনতলা মার্কেট কমপ্লেক্সের কাজ হবে বিধাননগর বাজারে।

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে কৃষি বিপনন বিভাগের প্রতিমন্ত্রী বেচারাম মান্না
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে কৃষি বিপনন বিভাগের প্রতিমন্ত্রী বেচারাম মান্না
ফাঁসিদেওয়া, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ ৬ মাস ধরে একাধিক সমস্যায় কাজ শুরু হয়নি! মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পরেও কাজ থমকে থাকায় অবশেষে উদ্যোগী হল প্রশাসন! সমস্ত জট কাটাতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসলেন কৃষি বিপনন বিভাগের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বাজারে ব্যবসায়ী ও কৃষকদের সুবিধার্থে মার্কেট কমপ্লেক্স নির্মাণের কাজ গত ৬ মাস ধরে বন্ধ! ব্যবসায়ীদের একাধিক সমস্যার জেরে কাজ শুরুই হয়নি! সমস্যা সমাধান করতে একাধিক বৈঠক ও আলোচনা হলেও লাভ হয়নি। এবার ব্যবসায়ীদের বোঝাতে আসরে নামলেন স্বয়ং মন্ত্রী।
আরও পড়ুনঃ কোথা থেকে কীভাবে তৈরি হচ্ছে চা? জানুন চায়ের ‘ইতিকথা’, দার্জিলিংয়ের টি-ট্যুরিজম উপভোগ করেছেন আপনি?
ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডর তরফে ৪ কোটি টাকার নতুন তিনতলা মার্কেট কমপ্লেক্সের কাজ হবে বিধাননগর বাজারে। ৮৮টি স্টলের মধ্যে ৪২টি ব্যবসায়ীরা ও ২২টি কৃষকদের ছাড়াও বাকি লটারির মাধ্যমে ব্যবসায়ীদের দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে এই কাজ শুরুর কথা থাকলেও ব্যবসায়ীদের একাধিক সমস্যায় কাজ বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে এদিন বিধাননগর ১নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা। যদিও হাতে গোনা ব্যবসায়ীরা উপস্থিত থাকলেও বৈঠক ফলপ্রসূ হয়েছে মত মন্ত্রীর!
advertisement
আরও পড়ুনঃ সিকিম মহানন্দা এক্সপ্রেসের সামনে আচমকা বিশাল দাঁতাল! আঁতকে উঠলেন চালক, দুর্ঘটনা থেকে কীভাবে রক্ষা দেখুন ভাইরাল ভিডিওতে
পার্শ্ববর্তী অন্য মার্কেটের ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম ভাড়া নির্ধারণ করা ও যার যেখানে দোকান রয়েছে সেখানেই তাঁরা দোকান পাবেন বলে আশ্বস্ত করেন মন্ত্রী ৷ সেইসঙ্গে অতিরিক্ত স্টল লটারির মাধ্যমে এলাকার মানুষই পাবেন বলে আশ্বাস দেন তিনি। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর রেজুলেশন নেওয়া হয়েছে। আগামী কালী পুজোর পর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে থাকা পুরনো মার্কেট কমপ্লেক্স ভেঙে নতুন বিল্ডিংয়ের নির্মাণকাজ শুরু করা হবে বলে জানান মন্ত্রী বেচারাম মান্না। এদিনের বৈঠকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এসজেডিএ বোর্ড সদস্য কাজল ঘোষ, বিডিও-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
বিধাননগর ব্যবসায়ী সমিতির সদস্য শিবেষ ভৌমিক জানান, উচ্ছেদের ভয়ে কাজ করতে দেয়নি ব্যবসায়ীরা। আজ‌ও বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছিলেন। বৈঠকে অনেক ব্যবসায়ী হাজিরই হননি। ব্যবসায়ীদের স্বার্থে মার্কেট কমপ্লেক্স তৈরি হলে ভালো হবে বলে তিনি মন্তব্য করেন। শিলিগুড়ির মেয়র জানান, ভাল উদ্যোগ রাজ্য সরকারের। ব্যবসায়ীদের স্বার্থে এটি হবে। সমস্যা মিটাতে আগামী সেপ্টেম্বরে ব্যবসায়ীদের নিয়ে আরেকবার বসা হবে। মন্ত্রীর আশ্বাসে খুশী ব্যবসায়ীরা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিধাননগরের বাজারে ৪ কোটি টাকার মার্কেট কমপ্লেক্সের কাজ আটকে! কীসের ভয় ব্যবসায়ীদের? জট কাটাতে আসরে খোদ রাজ্যের মন্ত্রী
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement