আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘শব্দ’-এর যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। মূল উদ্দেশ্য ছিল, স্থানীয় স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে স্মরণ করা এবং তাঁদের উত্তরসূরিদের সম্মান জানানো। শুক্রবার সকালে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘শব্দ’-এর সদস্যরা র্যালি করে আলিপুরদুয়ারে বসবাসকারী সাত স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে যান। এই র্যালিতে ছাত্রীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রীরা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং স্বাধীনতার সংগ্রামীদের আত্মত্যাগ সম্পর্কে সরাসরি জানতে পারেন।
advertisement
আরও পড়ুন: শঙ্খধ্বনি রত! ভারতমাতা’র নতুন রূপ প্রকাশ্যে
ছাত্রীরা প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীর উত্তরসূরীদের হাতে একটি মেমেন্টো, জাতীয় পতাকা এবং মিষ্টির প্যাকেট তুলে দেন। এই সাতজন হলেন শ্রী গোপাল সরকার, চিত্তরঞ্জন ভট্টাচার্য, শচীন্দ্রমোহন ভট্টাচার্য, নলিনী পাকরাশি, নৃত্যেন গোস্বামী, সুকুমার সেনগুপ্ত এবং জ্যোতিষ দত্ত।
আরও পড়ুন: আগুন লেগে ক্লাবের সবকিছু ভস্ম, কিন্তু জাতীয় পতাকা’র কিছুই হল না! শান্তিপুরে মিরাকল
এই অনুষ্ঠানে ‘শব্দ’ সংস্থার সদস্য এবং আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপকরাও উপস্থিত ছিলেন। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরিরা, কলেজের অধ্যক্ষ এবং ‘শব্দ’ সংস্থার সদস্যরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই ধরনের উদ্যোগের প্রশংসা করেছে শহরবাসী। তাঁদের মতে, আগামী প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরতে এমন পদক্ষেপ কার্যকরী ভূমিকা নেবে।