শঙ্খধ্বনি রত! ভারতমাতা'র নতুন রূপ প্রকাশ্যে

Last Updated:
৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হাওড়ার বাগনানের চিত্রশিল্পী সুরজিৎ অধিকারী তার সৃষ্টির মাধ্যমে তিনি এক অকল্পনীয়
1/4
৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হাওড়ার বাগনানের চিত্রশিল্পী সুরজিৎ অধিকারী তাঁর সৃষ্টির মাধ্যমে এক অকল্পনীয় ভারত মাতার চিত্র অঙ্কন করেছেন। যেখানে তিনি তুলে ধরেছেন ভারত মাতার দেখিয়েছেন শঙ্খধ্বনি রত প্রতিরূপ। অপর হাতে ত্রিশূল। তিনি বিশ্ব মানচিত্রে পৃথিবীর ভারত ভূখণ্ডের উপর দণ্ডায়মান।[ছবি ও তথ্য: হাওড়া, রাকেশ মাইতি]
advertisement
2/4
অপরদিকে ভারত মায়ের বীর সন্তান ছত্রপতি শিবাজী মহারাজ মায়ের বন্দনা করছেন। তাঁর পিছনে অশোক স্তম্ভ, যা ভারতের শক্তি এবং গৌরবের প্রতীক। সেই সঙ্গে ভারতের বীর যোদ্ধাদের বোঝাতে ও তাঁদের শক্তি ক্ষমতা তুলে ধরতে আছে সিংহ।[ছবি ও তথ্য: রাকেশ মাইতি]
advertisement
3/4
অসাধারণ একটি ল্যান্ডস্কেপের মাধ্যমে তিনি শক্তি এবং বীরত্বের কাহিনীকে তুলে ধরেছেন। তাঁর এই রং-তুলির সৃষ্টি আপামর দেশবাসীকে দেশ মাতৃকাকে আরও বেশি সম্মান জানাতে উৎসাহিত করবে।[ছবি ও তথ্য: রাকেশ মাইতি]
advertisement
4/4
চিত্রশিল্পী সুরজিৎ অধিকারী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে পড়াশোনা করেছেন। এর আগেও তিনি নানান প্রতিবাদী বিষয় নিজের শিল্পকর্মের মধ্য দিয়ে তুলে ধরেছেন।[ছবি ও তথ্য: রাকেশ মাইতি]
advertisement
advertisement
advertisement