Independence Day: আগুন লেগে ক্লাবের সবকিছু ভস্ম, কিন্তু জাতীয় পতাকা'র কিছুই হল না! শান্তিপুরে মিরাকল
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
আগুন লেগে অন্যান্য সামগ্রী পুড়ে গেলেও যে জাতীয় পতাকাটি উত্তোলন করার কথা ছিল সেটি আগুনের হাত থেকে আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছে। তাই শুক্রবার সকালে প্রথমাফিক জাতীয় পতাকা উত্তোলন করতে অসুবিধা হয়নি
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: স্বাধীনতা দিবসের দিনে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল একটি ক্লাবের দরজা, জানলা সহ ভেতরে থাকা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম। তবে এরই মধ্যে ঘটেছে এক আশ্চর্য ঘটনা। উত্তোলনের জন্য রাখা জাতীয় পতাকা আশ্চর্যজনকভাবে আগুনের গ্রাস থেকে বেঁচে গিয়েছে। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিপুরে। ওই ক্লাবের সদস্যদের অভিযোগ, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে সবকিছু।
নদিয়ার শান্তিপুরের চাপাতলা এলাকায় অবস্থিত সোনালি সংঘ। সেই ক্লাবেই বৃহস্পতিবার রাতে আগুন লেগে সবকিছু পুড়ে যায়। সদস্যরা অভিযোগ করেন, কেউ বা কারা ক্লাব চত্বরে মধ্যরাতে এসে কাঠের দরজার নিচের সামান্য ফাঁক দিয়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে যায়। তাতেই পুড়ে ছারখার হয়ে গিয়েছে সবকিছু।
আরও পড়ুন: সবজি ও মাছ চাষে বিরাট ধাক্কা, মাথা চাপড়ানো ছাড়া উপায় নেই
সকালবেলা ঘটনার কথা জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয় লোকজন ও ক্লাবের সদস্যরা। ক্লাবের পরিস্থিতি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তাঁরা। এদিকে অন্যান্য জায়গার মতো এখানেও শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে সেটা কীভাবে সম্ভব হবে ভেবে পাচ্ছিলেন না কেউ। এর ফলে বাতিল করতে হয় স্বাধীনতা দিবস উপলক্ষে ক্লাবের আয়োজন করা শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। তবে আগুন লেগে অন্যান্য সামগ্রী পুড়ে গেলেও যে জাতীয় পতাকাটি উত্তোলন করার কথা ছিল সেটি আগুনের হাত থেকে আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছে। তাই শুক্রবার সকালে প্রথমাফিক জাতীয় পতাকা উত্তোলন করতে অসুবিধা হয়নি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে ক্লাবে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পুলিশ চলে যাওয়ার পর ক্লাবের সদস্যরা ক্লাব চত্বরের আশেপাশ থেকেই একটি ঢাকনা খোলা বোতল দেখতে পান। সেটি শুঁকে দেখেন তার মধ্যে পেট্রোলের গন্ধ। তখনই তাঁরা বুঝতে পারেন কেউ বা কারা ইচ্ছে করে ক্লাবে আগুন লাগিয়ে দিয়েছিল। পাশের একটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলেও তারা জানান সেই ক্যামেরা নাকি খারাপ হয়ে গিয়েছে। তবে এলাকার অন্য দু-একটি জায়গায়র সিসিটিভি ক্যামেরাতে দেখতে পাওয়া গিয়েছে, রাতে ক্লাবের সামনে দিয়ে একদল যুবক বাইক নিয়ে ঘোরাফেরা করছে। সমস্ত বিষয়টি লিখিতভাবে শান্তিপুর থানাকে জানিয়েছে সোনালি সংঘ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 4:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Independence Day: আগুন লেগে ক্লাবের সবকিছু ভস্ম, কিন্তু জাতীয় পতাকা'র কিছুই হল না! শান্তিপুরে মিরাকল