TRENDING:

South Dinajpur News: লাগামহীন টোটো, মার খাচ্ছে বাসের যাত্রী! প্রতিবাদে যা করলেন বাস মালিকরা

Last Updated:

South Dinajpur News: জাতীয় সড়ক ও রাজ্য সড়কে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে টোটো। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে করছে যাতায়াত। চলছে যাত্রী ওঠানামা। টোটোর কারণে ব্যবসায় মার খাচ্ছে বাস মালিকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: জাতীয় সড়ক ও রাজ্য সড়কে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে টোটো। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে করছে যাতায়াত। চলছে যাত্রী ওঠানামা। টোটোর কারণে ব্যবসা মার খাচ্ছে বাস মালিকদের। টোটোর বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থাই নিচ্ছে না। তাই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকল বাস মালিকরা। প্রতিবাদে এদিন থেকে জেলার মধ্যস্থ বালুরঘাট মহকুমার ছোট রুট গুলিতে বাস চলাচল বন্ধের ডাক দেয় বাস মালিকেরা। অর্থাৎ বালুরঘাট – হিলি, বালুরঘাট – কুমারগঞ্জ, বালুরঘাট – তপন ইত্যাদি রুটে বাস চলাচল বন্ধ করার ডাক দেওয়া হয়। যদিও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
advertisement

বাস মালিকদের অভিযোগ, বালুরঘাটের বেশিরভাগ টোটোর বৈধ কাগজপত্র নেই। জাতীয় ও রাজ্য সড়কের পাশাপাশি পকেট রুটগুলিতেও টোটোর সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। যার ফলে বাসে করে যাতায়াত করতে একশ্রেণির মানুষ অনীহা প্রকাশ করছে। বারংবার জেলাশাসক, আরটিও থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন মহলে জানিয়েও কোন লাভ হয়নি, সেখানে শুধু আশ্বাস মিলেছে। এদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যবসায় লস করে তাঁরা আর বাস চালাতে পারছেন না। তাই এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

advertisement

এই সমস্যার সমাধান না হলে পরবর্তীতে মেইন রুটগুলোতেও বন্ধের চিন্তাভাবনা করবেন বলে বাস মালিকরা জানিয়েছেন। এদিন বাস মালিকদের স্বল্প পাল্লার বাস ধর্মঘটের ডাক দেওয়ার পর পরিস্থিতি সামাল দিতে আসরে নামল পুলিশ ও পরিবহন দফতর। এদিন বালুরঘাট সদর ট্রাফিক ডিএসপি এবং জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক একটি সাংবাদিক সম্মেলন করে টোটো চলাচলে নিয়ন্ত্রণ করা হবে বলে জানান।

advertisement

এবিষয়ে বালুরঘাট সদর ডিএসপি ট্রাফিক বিল্ব মঙ্গল সাহা জানান,”টোটো চলাচল নিয়ে পরিবহন দফতরের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশ এবং পরিবহন দফতর যৌথভাবে কাজ করবে। রাজ্য সরকার টোটো চলাচলে একটি রোড গাইড প্রকাশ করতে চলেছে। তা পাওয়া গেলে সেই হিসেবে কাজ করা হবে। আপাতত বাস মালিক এবং টোটো উভয়েই যাতে কিভাবে চলাচল করবে তা নিয়ে পরিবহন দফতরের নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ করবে।”

advertisement

আরও পড়ুনঃ Malda News: এম এ পাস মৃৎশিল্পী! মেলেনি চাকরি! অভাবের সংসার চালাতে প্রতিমা গড়াই ভরসা

পুজোর আগে বাস মালিকদের বাস ধর্মঘটের ডাক দেওয়ায় রাত পোহাতেই টোটো চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নিল পুলিশ প্রশাসন। এদিন বালুরঘাট সদর ট্রাফিক অফিসে বৈঠকে বসে ট্রাফিক আধিকারিক এবং জেলা পরিবহন আধিকারিক। বৈঠক শেষে জেলা পরিবহন আধিকারিক অনুপম চক্রবর্তী সাংবাদিকদের জানান,”ইতিমধ্যেই টোটো চলাচলের রোড ম্যাপ রাজ্য সরকার তৈরি করছে, যা দ্রুত প্রকাশ হতে চলেছে। তা প্রকাশের পর সরকারি নিয়ম হিসেবেই টোটো চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। আপাতত জাতীয় সড়কে টোটো চলাচল নিয়ন্ত্রণে আজ থেকেই পথে নামবে জেলা পরিবহন দফতর।” তবে, পুজোর আগে এমন বাস ধর্মঘটে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: লাগামহীন টোটো, মার খাচ্ছে বাসের যাত্রী! প্রতিবাদে যা করলেন বাস মালিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল