আরও পড়ুনঃ মন ভাল করার দাওয়াই এই গ্রাম! এখানে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও
দেশে প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী।দেশে নতুন ট্রেনের মধ্যে একটি ছুটবে মালদহ টাউন স্টেশন থেকে। নতুন ট্রেন প্রথম জুটছে বাংলার কপালে। রীতিমতো উচ্ছাসিত রেলযাত্রীরা। মালদহ রেল ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে বলেন, মালদহ টাউন স্টেশন থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত ট্রেনের দীর্ঘদিনের দাবি ছিল। অমৃত ভারত এক্সপ্রেস মালদহ টাউন থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত ছুটবে। এই এল অঞ্চলের রেল যাত্রীদের জন্য খুব সুবিধা হল।
advertisement
গৌড়বঙ্গ-সহ উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর। কারণ এতদিন মালদহ টাউন স্টেশন থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত সরাসরি কোন ট্রেন ছিল না। দীর্ঘদিন ধরেই মালদহ টাউন থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত ট্রেনের দাবি জানিয়ে আসছিলেন জনপ্রতিনিধি থেকে ব্যবসায়ীরা। কারণ গৌড়বঙ্গের তিন জেলা সহ মুর্শিদাবাদ জেলার বহু মানুষ চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যান। সরাসরি রেল যোগাযোগ না থাকাই সমস্যায় পড়তে হয়েছে রোগীদের। এছাড়াও মালদহ ও মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের একাংশ ব্যাঙ্গালোর সহ দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে কাজ করেন। তাঁদের ক্ষেত্রেও এই ট্রেন অনেকটাই লাভজনক।রেল সূত্রে জানা গিয়েছে, নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে মোট ২২ টি কোচ রয়েছে।
স্লিপার ক্লাস সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য দুইটি আলাদা কামরা রয়েছে। ট্রেনটির দুই দিকেই ইঞ্জিন রয়েছে। ট্রেনটি ঘন্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে ছুটবে। মালদহ থেকে বেঙ্গালুরু যেতে সময় লাগবে ৪২ ঘন্টা। ট্রেনটির স্টপেজ অন্যান্য ট্রেনের থেকে বেশি করা হয়েছে। সাপ্তাহিক এই ট্রেনটি প্রথম যাত্রী নিয়ে ছুটবে ৭ জানুয়ারি। মালদহ টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত ১৩৪৩৪ অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি রবিবার সকাল ৮:৫০ মিনিটে মালদহ টাউন স্টেশন থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে। মঙ্গলবার ভোর তিনটের সময় ট্রেনটি পৌঁছাবে বেঙ্গালুরুতে। অন্যদিকে, ১৩৪৩৩ বেঙ্গালুরু থেকে মালদহ টাউন এক্সপ্রেস মঙ্গলবার দুপুর ১৩:৫০ মিনিটে মালদহ টাউনের উদ্দেশ্যে রওনা দেবে। মালদহ টাউন পৌঁছাবে বৃহস্পতিবার সকাল ১১ টার সময়।
হরষিত সিংহ





