TRENDING:

West Bengal Panchayat Election Results 2023: জেতার জন্য যেন জানও কবুল, দলের হার বাঁচাতে ব্যালট পর্যন্ত গিলে নিল TMC এজেন্ট!

Last Updated:

West Bengal Panchayat Election Results 2023: মঙ্গলবার সকালে কোচবিহারের গণনাপর্ব ছিল শান্তিপূর্ণ৷ কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও মোটের উপর গণনা ছিল শান্তিপূর্ণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: এ যেন ছোটবেলার লুডো খেলা৷ কারওর-কারওর স্বভাব থাকে, হেরে গেলেই খেলা ভন্ডুল করে পালানো৷ পঞ্চায়েত নির্বাচনের গণনাতেও এমন কাণ্ড ঘটাতে পারেন কেউ, তা বোধহয় কল্পনারও বাইরে৷ কিন্তু এমনই কাণ্ড ঘটালেন তৃণমূলের গণনা কেন্দ্রের এজেন্ট৷ দলের হার রুখতে তিনি গণনা ভন্ডুল করতে গিলে নিলেন দু’টি ব্যালট৷ কাণ্ড দেখে বাকিরা হাসবেন না কাঁদবেন নাকি রাগ দেখাবেন, তা বুঝতে বুঝতেই কেটে গেল বেশ কিছ্ুক্ষণ৷
অভিযুক্ত এজেন্ট
অভিযুক্ত এজেন্ট
advertisement

মঙ্গলবার সকালে কোচবিহারের গণনাপর্ব ছিল শান্তিপূর্ণ৷ কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও মোটের উপর গণনা ছিল শান্তিপূর্ণ৷ শান্তিপূর্ণ গণনা চলছিল কোচবিহারের নিতেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় গণনা কেন্দ্রেও৷ তবে সেই শান্তিপূর্ণ পঞ্চায়েত প্রক্রিয়ার মধ্যেই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাউন্টিং এজেন্ট।

আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়

advertisement

আরও পড়ুন: গণনার শুরুতেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী! আনলেন অভিষেকের ডায়মন্ড হারবারের নাম

জিরানপুর গ্রাম পঞ্চায়েতের টোপামারী এলাকায় ৮/২১০-নং বুথে পরপর তিনবার গণনা হওয়ার পরেও সমস্যা মিটছিল না। বারবার পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী। ফলে যে দুটি ব্যালট পেপার নিয়ে সমস্যা ছিল। সেই পেপার দুটি গিলে খেয়ে নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর ছেলে তথা কাউন্টিং এজেন্ট পরিতোষ রায়।

advertisement

ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গণনা কেন্দ্রের ভেতরে। ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় ওই কাউন্টিং এজেন্টকে আটক করে গণনা কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হয়েছে কোচবিহার কোতোয়ালি থানায়। তবে শাসকদলের এক একাউন্টিং এজেন্টের আচমকাই এই ধরনের কাণ্ড ঘটনোর ফলে রীতিমত হতবাক হয়ে গিয়েছেন গণনা কেন্দ্রে উপস্থিত সকলের।

গণনা কেন্দ্র থেকে যখন ওই কাউন্টিং এজেন্ট পরিতোষ রায়কে তুলে নিয়ে যাচ্ছিল, তখন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে অভিযুক্ত জানায়, ওই কেন্দ্রে তাঁর মা প্রার্থী৷ পরিতোষের দাবি, গণনা কেন্দ্রে বিজেপি কাউন্টিং এজেন্টের সঙ্গে একটি ঝামেলার পরিস্থিতি তৈরি হয়৷ তাতেই নাকি পুলিশ তুলে নিয়ে গিয়েছে৷ যদিও পুলিশের দাবি, ওই এজেন্ট ব্যালট গিলে ফেলেছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দির নির্মাণে বাড়িয়ে দিয়েছিল হাত, সেই রাজপরিবারেই ১৩ কালীর আরাধনা, বিশাল আয়োজন!
আরও দেখুন

স্বার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Panchayat Election Results 2023: জেতার জন্য যেন জানও কবুল, দলের হার বাঁচাতে ব্যালট পর্যন্ত গিলে নিল TMC এজেন্ট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল