পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহ থেকে হিলি গামী দুটি বেসরকারি বাসে প্রচুর নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছে, এমন খবর গোপন সূত্রে পায় হরিরামপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক সহ হরিরামপুর থানার আইসি ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে মেহেন্দি পাড়া এলাকায় নাকা চেকিং বসানো হয়।
advertisement
আরও পড়ুন: সরকারি চিকিৎসক, কাজ করেন বেসরকারি হাসপাতালেও? এবার বড় নির্দেশ স্বাস্থ্য দফতরের
মেহেন্দি পাড়ায় ওই দুটি বেসরকারি বাস পৌঁছাতেই দুই বাসে তল্লিশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে বাসের ছাদ থেকে প্রায় চার হাজার তিনশ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: টেটে 'অনুত্তীর্ণ'দের জন্য বিরাট খবর, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
যার বাজারদর প্রায় ৮ লক্ষ টাকা বলে জানিয়েছে হরিরামপুর থানার পুলিশ। এরপর পুলিশ দুই বাসের চালক সহ মোট ৬ জনকে আটক করে। পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
--সুজন সূত্রধর