Government Doctor: সরকারি চিকিৎসক, কাজ করেন বেসরকারি হাসপাতালেও? এবার বড় নির্দেশ স্বাস্থ্য দফতরের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Government Doctor: নির্দেশিকায় বলা হয়েছে, বেসরকারি হাসপাতালগুলিকে সরকারি চিকিৎসককে কাজে লাগাতে হলে সরকারের দেওয়া নো অবজেকশন সার্টিফিকেটে নাম, তিনি কোন সরকারি হাসপাতালে কী পদে কাজ করছেন এবং বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসার সময়ে প্রকাশ্য স্থানে রাখতে হবে।
#কলকাতা: সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য নয়া শর্ত। সরকারি হাসপাতালে যে সমস্ত চিকিৎসক বেসরকারি হাসপাতালে কাজ করেন তাদের সরকারের কাছ থেকে নেওয়া নো অবজেকশন সার্টিফিকেট প্রকাশ্যে রাখতে হবে। যাতে তা সবাই দেখতে পায়। স্বাস্থ্য দফতর ক্লিনিকাল এস্টাব্লিসমেন্ট বিধি সংশোধন করেছে।
নির্দেশিকায় বলা হয়েছে, বেসরকারি হাসপাতালগুলিকে সরকারি চিকিৎসককে কাজে লাগাতে হলে সরকারের দেওয়া নো অবজেকশন সার্টিফিকেটে নাম, তিনি কোন সরকারি হাসপাতালে কী পদে কাজ করছেন এবং বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসার সময়ে প্রকাশ্য স্থানে রাখতে হবে। স্বাস্থ্য দফতরের কাছে নির্দিষ্ট করে খবর রয়েছে, বহু সরকারি হাসপাতালে চিকিৎসক রাজ্যের কাছ থেকে নন প্র্যাক্টিসিং ভাতা নিচ্ছেন আবার বেসরকারি হাসপাতালের সঙ্গেও যুক্ত। তার জন্যই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এই নির্দেশিকা বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
অপরদিকে, চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে শোরগোল দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি। বৃহস্পতিবার সকালের এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতাল। ক্ষতিপূরণের দাবিতে সরব বাউরী সমাজ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কমব্যাট ফোর্স।
advertisement
গত রবিবার পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের জন্য দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন ওই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হয় অন্ডালের শীতলপুরের বছর পঁয়ত্রিশের লক্ষ্মী বাউরী। তারপর থেকেই ভুল চিকিৎসা করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার ভুল ইনজেকশন দেওয়া হয় বলেও রোগীর পরিবার পরিজনের অভিযোগ। তারপর থেকেই আর জ্ঞান ফেরেনি লক্ষ্মী দেবীর।
advertisement
বৃহস্পতিবার সকালে লক্ষ্মী দেবী মারা গেছে বলে পরিবারকে জানানো হয়। তারপরেই পরিবার-পরিজন এবং এলাকাবাসীরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে সরব হয়। হাসপাতালের মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ শুরু করে দেয় তাঁরা। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 1:34 PM IST