পুলিশ এসে তল্লাশি করতেই বেরিয়ে আসে কয়েক হাজার নিষিদ্ধ কাফ সিরাপের বোতল। এরপর বৃহস্পতিবার দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমস্ত প্রক্রিয়া শেষ করে এন ডি পি এস মামলা করা হয়।
আরও পড়ুনঃ টোটো চালাতে পরিবহণ দফতরের বাধা! বড় দাবিতে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ চালকদের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি বিহারের হাজীপুর থেকে আসাম যাচ্ছিল। গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩৯০০ বোতল কাফ সিরাপ। গাড়ির চালক পালিয়ে গেলেও ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির খালাসি ত্রিভূবন কুমারকে। বাজেয়াপ্ত কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা।
advertisement
রাতের অন্ধকারে মুরগির খাবারের আড়ালে অসমে অবৈধ নেশার কাফ সিরাপ পাচারের চেষ্টা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যেতেই ভেস্তে যায় সেই প্ল্যান। পুলিশ এসে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে কয়েক হাজার নিষিদ্ধ কাফ সিরাপের বোতল। গাড়ির চালক পালিয়ে গেলেও গ্রেফতার হয়েছেন খালাসি।