টোটো চালাতে পরিবহণ দফতরের বাধা! বড় দাবিতে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ চালকদের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন এলাকার টোটো চালকরা
নদিয়া, সমীর রুদ্রঃ পৌরসভার অনুমতি থাকা সত্ত্বেও টোটো চালাতে বাধা দিচ্ছে পরিবহন দফতর। প্রতিবাদে এবার ধর্না বিক্ষোভ টোটো চালকদের। এদিন কৃষ্ণনগর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন কৃষ্ণনগর পৌর এলাকার টোটো চালকেরা।
পৌরসভার ফি জমা দিয়ে মিলেছিল টোটো চালানোর অনুমতি। এমনকি বার কোডও দেওয়া হয়েছিল। কিন্তু সেই অনুমোদন মানতে চাইছে না পরিবহন দফতর।
আরও পড়ুনঃ মেদিনীপুরের গর্ব! বিশ্বদরবারে উজ্জ্বল করলেন ভারতের নাম, সোনা জিতে দেশে ফিরলেন ‘এই’ ৫ কৃতী
সেই কারণে টোটো নিয়ে রাস্তায় বেরলেই আটক করছেন পরিবহন দফতরের আধিকারিকরা। পুনরায় টাকার বিনিময়ে পরিবহন দফতর থেকেও টোটো চালানোর অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে। ফলে বিপাকে পড়েছেন টোটো চালকরা।
advertisement
advertisement
এর প্রতিবাদে এদিন কৃষ্ণনগর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন কৃষ্ণনগর পৌর এলাকার টোটো চালকরা। তাঁদের দাবি, অবিলম্বে এই সমস্যা সমাধান করে টোটো চালানোর অনুমতি দিতে হবে।
বিগত কয়েক বছরে রাজ্যের নানা শহরে টোটোর সংখ্যা বেড়েছে। রিক্সা, বাস ছেড়ে স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য অনেকেই এই তিন চাকার গাড়ি বেছে নেন। এবার কৃষ্ণনগর পৌর এলাকার সেই টোটো চালকরাই অবস্থান বিক্ষোভে সামিল হলেন। অবিলম্বে সমস্যা সমাধান করে টোটো চালানোর অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 5:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টোটো চালাতে পরিবহণ দফতরের বাধা! বড় দাবিতে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ চালকদের