মেদিনীপুরের গর্ব! বিশ্বদরবারে উজ্জ্বল করলেন ভারতের নাম, সোনা জিতে দেশে ফিরলেন 'এই' ৫ কৃতী
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
মেদিনীপুরের পাঁচ প্রতিযোগীর ঐতিহাসিক সাফল্যে গর্বিত বিপ্লবীদের মাটি
<strong>পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ</strong> দেশের বাইরে আন্তর্জাতিক মঞ্চে মেদিনীপুরের জয়জয়কার। এশিয়ান পাওয়ার লিফটিংয়ে সোনা এনে মেদিনীপুরের নাম উজ্জ্বল করেছেন পাঁচ কৃতী। মেদিনীপুরের পাঁচ প্রতিযোগীর ঐতিহাসিক সাফল্যে গর্বিত বিপ্লবীদের মাটি। দেশে ফিরতেই তাঁদের সংবর্ধনা জানায় ক্রীড়াপ্রেমী মানুষজন।
advertisement
সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়েছেন মেদিনীপুর শহরের পাঁচ প্রতিযোগী। সঞ্জীব দাস, সায়ন দাস, শোভনদেব সাঁতরা, শান্তি দাস ও সুষমা মান্না- এই পাঁচজনই বিভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জন করে মেদিনীপুর তথা গোটা দেশের নাম উজ্জ্বল করেছেন। নেপালের কাঠমান্ডুতে এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এই পাঁচ প্রতিযোগী। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement
advertisement






