TRENDING:

Arup Biswas: কেন্দ্র না পারলে জলপাইগুড়ির স্টেডিয়াম ফেরানো হোক রাজ্যকে দাবি অরূপের

Last Updated:

জ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, "সাই (SAI)-এর সঙ্গে চুক্তি করে জলপাইগুড়িতে প্রায় ২৭ একর জায়গা নিয়ে স্টেডিয়াম হয়েছে। সেখানে খেলা হবে বলা হয়েছিল। সেখানে গরু চড়ছে। কেন্দ্র কিছু করেনি।"।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে বেড়েছে খেলার পরিকাঠামো এমনটাই দাবি করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই প্রসঙ্গে তিনি বলেন, এরমধ্যেই, গত পাঁচ বছরে ১৩ টি নয়া স্টেডিয়াম হয়েছে গোটা রাজ্যে। পুরুলিয়াতে ৬ টি, উত্তর ২৪ পরগণায় একটা, নদিয়ায় ২ টি, পশ্চিম মেদিনীপুরে একটা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দু’টি, দক্ষিণ ২৪ পরগণায় একটা নতুন স্টেডিয়াম হয়েছে।
জলপাইগুড়ির এই স্টেডিয়াম নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মন্ত্রী। সংগৃহীত ছবি
জলপাইগুড়ির এই স্টেডিয়াম নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মন্ত্রী। সংগৃহীত ছবি
advertisement

২০১১ সাল থেকে ১৮ নয়া স্টেডিয়াম হয়েছে। ২৭ স্টেডিয়াম পুনঃব্যবহার যোগ্য হয়েছে। সব মিলিয়ে ৫৮ নয়া স্টেডিয়াম থাকছে এই রাজ্যে।

আরও পড়ুন: জঙ্গলে ৩ মাদি গণ্ডারের সমানুপাতে ১ পুরুষ গণ্ডার! জলদাপাড়ায় গণ্ডার কত জানেন?

অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে খেলায় উৎসাহ দেওয়া হলেও কেন্দ্র কোনও ধরনের উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, “সাই (SAI)-এর সঙ্গে চুক্তি করে জলপাইগুড়িতে প্রায় ২৭ একর জায়গা নিয়ে স্টেডিয়াম হয়েছে। সেখানে খেলা হবে বলা হয়েছিল। সেখানে গরু চড়ছে। কেন্দ্র কিছু করেনি।”। এমনটাই অভিযোগ করেন তিনি। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীকে গরু চড়ার ছবি সহ তথ্য পাঠিয়েছেন বলে জানান অরূপ।

advertisement

এখানেই হওয়ার কথা ছিল স্টেডিয়াম, এখন গরু চড়ে দাবি ক্রীড়ামন্ত্রীর। সংগৃহীত ছবি

আরও পড়ুন: দার্জিলিঙে ঘুরতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন দমদমের তরুণী! কারণ ঘিরে রহস্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, মিথ্যা-বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার জন্য বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস। তিনি জানান, অশোক দিন্ডা জানিয়েছিলেন, বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন করতে কেন্দ্র টাকা দেয় ৫০ কোটি। দিন্ডার এই দাবি অসত্য বলে উল্লেখ করেন অরূপ বিশ্বাস। অশোক দিন্ডা কোনও তথ্য প্রমাণ দিতে পারেননি। তাই বিধানসভাকে বিভ্রান্ত করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি। এর পাশাপাশি কেন্দ্র না পারলে রাজ্যকে জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন ফেরত দেওয়া হোক বলেও আবেদন জানান রাজ্যের ক্রীড়া মন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Arup Biswas: কেন্দ্র না পারলে জলপাইগুড়ির স্টেডিয়াম ফেরানো হোক রাজ্যকে দাবি অরূপের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল