Tourist Dies in Darjeeling: দার্জিলিঙে ঘুরতে গিয়ে মহাবিপদ! মৃত্যুর কোলে ঢলে পড়লেন দমদমের তরুণী! কারণ ঘিরে রহস্য

Last Updated:

Tourist Dies in Darjeeling: সান্দাক ফু'তে বেড়াতে গিয়ে মৃত্যু এক তরুণী পর্যটকের। মৃতের নাম অঙ্কিতা ঘোষ। সাউথ দমদমের বাসিন্দা অঙ্কিতা ঘোষের বয়স ২৮। বন্ধু-বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। গতকাল রাতে আচমকা অসুস্থ বোধ করেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
দার্জিলিংঃ সান্দাক ফু’তে বেড়াতে গিয়ে মৃত্যু এক তরুণী পর্যটকের। মৃতের নাম অঙ্কিতা ঘোষ। সাউথ দমদমের বাসিন্দা অঙ্কিতা ঘোষের বয়স ২৮। বন্ধু-বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। গতকাল রাতে আচমকা অসুস্থ বোধ করেন। রাতেই সুখিয়াপোখরি ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। অবনতি হওয়ায় দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ আর লাগবে না দুধ-চিনি, সস্তার মশলার ‘স্পেশ‍্যাল চা’-খেলেই হবে কামাল! সর্দি-কাশি পালাবে বাপ বাপ বলে…
জানা গিয়েছে, অঙ্কিতা প্রথমে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফিরে এসেছিলেন। রাতে বন্ধুদের নিয়ে ওঠেন টুমলিঙে একটি হোমস্টে-তে। রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা প্রথমে তাঁকে নিয়ে যান সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
advertisement
আরও পড়ুনঃ ওজন বেড়ে সাইজ XS থেকে XL? ‘এই’ ম্যাজিক পনীয় গলাবে কেজি কেজি মেদ! চোখের নিমষে ছিপছিপে রোগা
তারপর, যুবতীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর সঠিক কারণ অবশ্য এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান শ্বাসকষ্টজনীত কারণেই মৃত্যু। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tourist Dies in Darjeeling: দার্জিলিঙে ঘুরতে গিয়ে মহাবিপদ! মৃত্যুর কোলে ঢলে পড়লেন দমদমের তরুণী! কারণ ঘিরে রহস্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement