এলাকার এক স্থানীয় বাসিন্দা গৌড় চন্দ্র সরকার জানান, “দীর্ঘ সময় আগে এই স্টেশনের সূচনা করা হয়েছিল সাধারণ মানুষের কথা মাথায় রেখে। বেশ অনেকটা সময় পর্যন্ত এই স্টেশনের অনেকটাই গুরুত্বছিল। তবে আচমকাই গুরুত্বপূর্ণ সময়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তাই সাধারণ মানুষ ও বিভিন্ন পড়ুয়াদের কাছে এই স্টেশনের গুরুত্ব কমতে শুরু করেছে। এছাড়াও স্টেশনের চত্বরের শৌচালয় ব্যবস্থা বেহাল হয়ে রয়েছে দীর্ঘ সময় ধরে। তা সংস্কার করতে কোন প্রকার উদ্যোগ গ্রহণ করছে না রেল বিভাগ এবং স্টেশনের মধ্যে যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থাও নেই। তাই সব মিলিয়ে স্টেশনটি নানা সমস্যায় ভুগছে।”
advertisement
আরও পড়ুন: দশম শ্রেণীতে পড়ার সময় ক্যানসারজয়ী! নতুন করে বাঁচতে শেখায় কিশোরীর জীবনযুদ্ধ
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়া এলাকার আরও দুই স্থানীয় বাসিন্দা দিলীপ কুমার বিশ্বাস ও দীপেশ কুমার দে জানান, “দিনহাটা কলেজের পাশেই অবস্থিত এই স্টেশন। তাই দিনহাটা কলেজ হল্ট স্টেশনের ওপরে নির্ভর করে যাতায়াত করেন বহু কলেজ পড়ুয়া। তবে বর্তমানে কলেজের সময় মত আর ট্রেন থামছে না এই স্টেশনে। শুধুমাত্র দিনহাটার মধ্যে আসার বিষয় নয়। কোচবিহারের মধ্যে যেতে হলেও এই স্টেশনের মধ্যে থেকে ট্রেন ধরে যাওয়া সম্ভব ছিল। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে রেল দফতরের উচিত এই স্টেশনের অবস্থা পুনরায় আগের মত ফিরিয়ে দেওয়া।”
বর্তমান সময়ে এই স্টেশনের দ্রুত সংস্কার ও ট্রেন সংখ্যা বাড়ানো না হলে। অদূর ভবিষ্যতে হয়ত এই স্টেশন আর থাকবেই না বলে জানাচ্ছেন স্থানীয়রা। তবে এই স্টেশনের গুরুত্ব আজও রয়েছে দিনহাটা মহকুমার মধ্যে। তাই এই স্টেশন দ্রুত সংস্কারের ও আরও ট্রেন সংখ্যা বাড়ানোর আর্জি জানাচ্ছেন স্থানীয় মানুষেরা ও পড়ুয়ারা।
Sarthak Pandit





