জেলার এক পর্যটক কাঞ্চন চন্দ্র বর্মন জানান, “জেলা কোচবিহারের রাজ আমলের নিদর্শন এই সাগরদিঘি। তাইতো এইদিকেই হেরিটেজের অন্তর্ভুক্ত। দীর্ঘ সময় ধরে এই দিঘি জেলার পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়াও এই দিঘির চারপাশে জেলা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দফতর রয়েছে। শুনতে নামলেই এই চত্বরের চারপাশে একাধিক খাবারের দোকান দেখতে পাওয়া যায়। তখন যেন জমজমাট পরিস্থিতি হয়ে দাঁড়ায় সাগরদিঘি চত্বরের। তাই সাগরদিঘী সৌন্দর্যায়নের কাজ দিঘির সৌন্দর্য বাড়িয়ে তুলতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন তাঁরা।”
advertisement
জেলা কোচবিহারের রাজ আমলের এই ঐতিহ্য আগামী দিনেও পর্যটকদের আকর্ষণ করবে এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব। তবে সঠিক পরিকল্পনা থাকলে কোচবিহার সাগরদিঘিকে পর্যটনে অন্যতম আকর্ষণ হিসেবে আবারও তৈরি করা সম্ভব হবে।
বর্তমান সময় দীর্ঘদিন ধরে সাগরদিঘি চত্ত্বর সৌন্দর্যায়নের কাজ চললেও তা সম্পন্ন হয়নি। ফলে যানজট সমস্যা থেকে শুরু করে একাধিক অনন্য সমস্যাও রয়ে গিয়েছে এলাকায়। জেলা প্রশাসনের কর্মকর্তাদের উচিত দ্রুত এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা। না হলে জেলার বুক থেকে অচিরেই পর্যটকদের মূল আকর্ষণ হারিয়ে যেতে বসবে।
Sarthak Pandit