TRENDING:

Sports GK: খো খো খেলায় কতজন প্লেয়ার থাকে? কীভাবে হয় এই খেলা? নতুন প্রজন্মকে জানাতে বিরাট আসর

Last Updated:

How many players are there in the game of Kho Kho How is this game played: একসময় এই খো খো খেলার বিপুল জনপ্রিয়তা ছিল। এই খেলা জনপ্রিয়তা বাড়াতে নেওয়া হচ্ছে অনেক উদ্যোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: রাজ্য খো খো প্রতিযোগিতায় হুগলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হল উত্তর দিনাজপুর। সম্প্রতি রাজ্য অনূর্ধ্ব ১৪ ছেলেদের খো খো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। রাজ্য পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কালিয়াগঞ্জ ফতেপুর ময়দানে। ৩৮ তম রাজ্য খো খো প্রতিযোগিতায় হুগলি জেলাকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় উত্তর দিনাজপুর জেলা। বর্তমানে প্রত্যন্ত গ্রাম গঞ্জের বাচ্চাদের মধ্যে এই খো খো খেলার উৎসাহ দেখা যাচ্ছে।
advertisement

শুধু রাজ্য নয় আন্তর্জাতিক পর্যায় খো খো এখন বেশ জনপ্রিয়। ২০২৫ এ ভারত খো খো বিশ্বকাপ ও আয়োজন করতে চলছে। যেখানে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং ওশেনিয়া – সহ ছয়টি মহাদেশের দলগুলো বহুল প্রত্যাশিত এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে।

এই খো খো খেলার নিয়ম কি জানেন? এই ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল খো খো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রতাপ মজুমদার জানান,”এই খেলায় একটি দলে ১২ জন খেলোয়াড়, একজন প্রশিক্ষক, একজন ম্যানেজার এবং অন্যান্য সাপোর্ট স্টাফ থাকে। ম্যাচটি শুরু করার সময় ৯ জন খেলোয়াড় মাঠে থাকে এবং বিপরীত দলের ৩ ডিফেন্ডার ধাওয়াকারীদের (চেজারদের) ছোঁয়া এড়ানোর চেষ্টা করেন। একটি টিমকে বলা হয় চেজার্স টিম ও অপরটির ডিফেন্ডার টিম ।৭ মিনিটে খেলা হয় সাব জুনিয়ারে। আর সাব সিনিয়ার ৯ মিনিটে এই খেলা হয়। ৭ মিনিটে চেজার্স রা কতজন প্লেয়ারকে ছুঁতে পারে বা কতজনকে আউট করতে পারে সেই হিসেবে তাদের পয়েন্ট সংগ্রহ করা হয়।এটি একটি উচ্চ শক্তির খেলা যাতে দৌড়ানো এবং তাড়া করা জড়িত।”

advertisement

আরও পড়ুনঃ IND vs AUS 4th Test: ভারতীয় দলে বিরাট বদল! বাদ মহাতারকা! বক্সিং ডে টেস্টে ‘পাঞ্চ’ তৈরি টিম ইন্ডিয়ার

View More

একসময় এই খো খো খেলার বিপুল জনপ্রিয়তা ছিল। শুধু জেলায় নয়, শহরেও মাঠে এই খেলা খেলা হত। কিন্তু ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলার জনপ্রিয়তার কারণে খো খো-র জনপ্রিয়তা কমেছে। তবে এই খেলা জনপ্রিয়তা বাড়াতে নেওয়া হচ্ছে অনেক উদ্যোগ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sports GK: খো খো খেলায় কতজন প্লেয়ার থাকে? কীভাবে হয় এই খেলা? নতুন প্রজন্মকে জানাতে বিরাট আসর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল