শুধু রাজ্য নয় আন্তর্জাতিক পর্যায় খো খো এখন বেশ জনপ্রিয়। ২০২৫ এ ভারত খো খো বিশ্বকাপ ও আয়োজন করতে চলছে। যেখানে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং ওশেনিয়া – সহ ছয়টি মহাদেশের দলগুলো বহুল প্রত্যাশিত এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে।
এই খো খো খেলার নিয়ম কি জানেন? এই ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল খো খো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রতাপ মজুমদার জানান,”এই খেলায় একটি দলে ১২ জন খেলোয়াড়, একজন প্রশিক্ষক, একজন ম্যানেজার এবং অন্যান্য সাপোর্ট স্টাফ থাকে। ম্যাচটি শুরু করার সময় ৯ জন খেলোয়াড় মাঠে থাকে এবং বিপরীত দলের ৩ ডিফেন্ডার ধাওয়াকারীদের (চেজারদের) ছোঁয়া এড়ানোর চেষ্টা করেন। একটি টিমকে বলা হয় চেজার্স টিম ও অপরটির ডিফেন্ডার টিম ।৭ মিনিটে খেলা হয় সাব জুনিয়ারে। আর সাব সিনিয়ার ৯ মিনিটে এই খেলা হয়। ৭ মিনিটে চেজার্স রা কতজন প্লেয়ারকে ছুঁতে পারে বা কতজনকে আউট করতে পারে সেই হিসেবে তাদের পয়েন্ট সংগ্রহ করা হয়।এটি একটি উচ্চ শক্তির খেলা যাতে দৌড়ানো এবং তাড়া করা জড়িত।”
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS 4th Test: ভারতীয় দলে বিরাট বদল! বাদ মহাতারকা! বক্সিং ডে টেস্টে ‘পাঞ্চ’ তৈরি টিম ইন্ডিয়ার
একসময় এই খো খো খেলার বিপুল জনপ্রিয়তা ছিল। শুধু জেলায় নয়, শহরেও মাঠে এই খেলা খেলা হত। কিন্তু ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলার জনপ্রিয়তার কারণে খো খো-র জনপ্রিয়তা কমেছে। তবে এই খেলা জনপ্রিয়তা বাড়াতে নেওয়া হচ্ছে অনেক উদ্যোগ।