TRENDING:

Housewife Suicide in South Dinajpur: ঋণদানকারী সংস্থার চাপ? লক্ষাধিক টাকা ঋণের দায়ে বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূ!

Last Updated:

South Dinajpur: গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে তাঁকে ফের ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দক্ষিণ দিনাজপুর: ঋণের দায়ে বিষ পান করে আত্মঘাতী গৃহবধূ। গৃহবধূর এই আত্মহত্যার ঘটনায় ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠছে। বিষ খেয়ে আত্মঘাতী হন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের লালপুর এলাকার এক গৃহবধূ। পুলিশ সূত্রের খবর, হিলি ব্লকের লালপুর এলাকার বাসিন্দা রীতি অধিকারী এক ঋণ প্রদানকারী সংস্থার কাছ থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নেন। ওই সংস্থার পক্ষ থেকে গৃহবধূ রীতিকে ঋণ পরিশোধ করবার জন্য বেশ কিছুদিন ধরেই চাপ দেওয়া হচ্ছিল বলে আত্মঘাতী গৃহবধূর বাড়ির লোকের অভিযোগ।
advertisement

আরও পড়ুন- রবিবারের ধাঁধাঁ! কার্পেটে লুকিয়ে রয়েছে আস্ত মোবাইল ফোন! দেখুন তো খুঁজে পান কী না

গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে তাঁকে ফের ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। অভিযোগ, শুধু চাপই নয়, ওই গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয় ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে। এই ঘটনায় বিপর্যস্ত হয়ে ওই গৃহবধূ বিষ খেয়ে নেন বলে পরিবারের লোকেদের অভিযোগ। শুক্রবার ওই গৃহবধূ বিষপান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে তাঁকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয়।

advertisement

বিষ খেয়ে আত্মহত্যার এই ঘটনায় বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু ঘটলে রবিবার ওই গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বালুরঘাট পুলিশ মর্গে। ঘটনার পর ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে ঋণ প্রধানকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন- ভক্তি দেখাতে গিয়ে পরিচ্ছন্নতা ভুলবেন না: তীর্থস্থানে দূষণ নিয়ে মোদির মন কি বাত!

advertisement

অন্যদিকে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ওই ঋণ প্রদানকারী সংস্থার বক্তব্য জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে কোনও বক্তব্য পেশ করতে অস্বীকার করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Anup Sanyal

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Housewife Suicide in South Dinajpur: ঋণদানকারী সংস্থার চাপ? লক্ষাধিক টাকা ঋণের দায়ে বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল