আরও পড়ুন- রবিবারের ধাঁধাঁ! কার্পেটে লুকিয়ে রয়েছে আস্ত মোবাইল ফোন! দেখুন তো খুঁজে পান কী না
গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে তাঁকে ফের ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। অভিযোগ, শুধু চাপই নয়, ওই গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয় ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে। এই ঘটনায় বিপর্যস্ত হয়ে ওই গৃহবধূ বিষ খেয়ে নেন বলে পরিবারের লোকেদের অভিযোগ। শুক্রবার ওই গৃহবধূ বিষপান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে তাঁকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয়।
advertisement
বিষ খেয়ে আত্মহত্যার এই ঘটনায় বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু ঘটলে রবিবার ওই গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বালুরঘাট পুলিশ মর্গে। ঘটনার পর ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে ঋণ প্রধানকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন- ভক্তি দেখাতে গিয়ে পরিচ্ছন্নতা ভুলবেন না: তীর্থস্থানে দূষণ নিয়ে মোদির মন কি বাত!
অন্যদিকে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ওই ঋণ প্রদানকারী সংস্থার বক্তব্য জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে কোনও বক্তব্য পেশ করতে অস্বীকার করা হয়।
Anup Sanyal