এদিন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কুমারগঞ্জ থানার পুলিশ। পরে তাঁরা দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে এই ঘটনার পর থেকে ঘাতক লরির চালক পলাতক। প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। লরিটিকে আটকে রেখেছেন স্থানীয়রা।
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, “কাঠ কেটে সংসার চালাতেন রসিদুল। এদিন সকালে গাছ কাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে বয়রাপাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। পিছন দিক থেকে আসা একটি মালবোঝাই লরি তাঁকে পিষে দেয়। লরির বেপরোয়া গতির বলি হন ওই ব্যক্তি। তাঁকে পিষে মেরে দিয়ে পলাতক ওই চালক।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর পর ঘাতক লরিটিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। দাউ দাউ করে জ্বলতে থাকে লরি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। তবে আগুন নেভাতে বাধা দেন এলাকার লোকজন। ওই লরিতে কোনও পণ্য ছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। দমকল আগুন নেভানোর কাজ শুরু করেছে। এদিন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।






