আরও পড়ুন: সকাল থেকেই বসন্ত উৎসবে মাতোয়ারা বাংলা, তারই কিছু কোলাজ
উত্তরবঙ্গের আদিবাসীদের এই দীর্ঘ প্রথা বন্ধ করাটা অত সহজ কাজ ছিল না। বরং বিষয়টা বেশ স্পর্শকাতর ছিল। কিন্তু তাতেই এল সাফল্য। বন্যপ্রাণী শিকার ছেড়ে বসন্তের রঙে সেজে উঠল জলপাইগুড়ির গরুমারার জঙ্গল অন্তর্গত বধুরাম বনবস্তি। বসন্ত উৎসবে একসময় এই বনবস্তির মানুষেরাই শিকার করতে ব্যস্ত থাকতেন। কিন্তু এবার কচিকাঁচাদের সঙ্গে নিয়ে ধামসা-মাদল আর আদিবাসী সম্প্রদায়ের বাঁশির সুরে কোমর দুলিয়ে মেতে উঠেছে গোটা আদিবাসী সমাজ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সবুজ বনে লাল, নীল, হলুদ, সবুজের যেন মেলা বসেছে। রং বেরঙের আবির মেখে আনন্দে আত্মহারা এই বন বস্তির মানুষেরা। সব মিলিয়ে নাচ গানে জমজমাট ডুয়ার্সের প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকার বসন্ত উৎসব।
সুরজিৎ দে