TRENDING:

Rare Bird: বিশাল ডানা, এলাকায় কেউ কোনওদিন দেখেনি এইরকম পাখি, ও কে এসে বসল চালে

Last Updated:

Himalayan Griffon Vulture: বিরল প্রজাতির এই কোন পাখি উদ্ধার হল তুফানগঞ্জে! চাঞ্চল্য গোটা এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তুফানগঞ্জ: আচমকাই এক বিরল প্রজাতির শকুন উদ্ধারের ঘটনায় মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। তুফানগঞ্জ মহকুমার ধলপল ১ নং গ্রাম পঞ্চায়েতের ভুরকুশ এলাকায় এক গ্রামীণ বাড়ির টিনের চালে এসে বসে শকুনটি। মুহূর্তে স্থানীয় উৎসুক মানুষেরা ভিড় জমাতে শুরু করেন ওই বাড়ির সামনে। যদিও শকুনটিকে দেখে অসুস্থ বলেই বোঝা যাচ্ছিল। তাই দ্রুত খবর পাঠানো হয় বন দফতরের কাছে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত এসে পৌঁছান এলাকায়। এবং শকুন উদ্ধারের কাজে নামেন।
শকুন উদ্ধারে ব্যস্ত উদ্ধারকারী
শকুন উদ্ধারে ব্যস্ত উদ্ধারকারী
advertisement

স্থানীয় এক বাসিন্দা অশোক দাস জানান, ‘‘এদিন দুপুর ২ টা নাগাদ এক বিরল প্রজাতির শকুন উড়ে আসে এলাকায়। শকুনটি এলাকার নেপাল দাস নামে একজনের বাড়ির টিনের চালের ওপর এসে বসে। মুহূর্তের স্থানীয় মানুষেরা ভিড় জমাতে শুরু করেন এলাকায়। তারপর দ্রুত খবর পাঠানো হয় বন দফতরের কাছে। খবর পেয়ে বন দফতরের একটি দল আসে শকুনটি উদ্ধার করতে। যদিও শকুনটি দুপুর থেকে এক জায়গায় বসে ছিল উদ্ধার করা পর্যন্ত। তারপর শকুনটি উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্মীরা।’’

advertisement

আরও পড়ুন –Rupees 500 Note: জাল ৫০০ টাকার নোটে ভরে গেছে বাজারে, অ্যালার্ট হয়ে যান এখুনি, এইভাবে নিজেই যাচাই করে নিন আসল নোট কিনা

উদ্ধারকারীদের মধ্যে অর্ধেন্দু বণিক জানান, “এই প্রজাতিটির নাম হিমালয়ান গ্রিফন ভালচার। শকুনটিকে সুস্থ ভাবেই উদ্ধার করা হয়েছে। তারপর বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।”

advertisement

View More

কোচবিহার ডিভিশনের সহ-বন অধিকর্তা বিজন কুমার নাথ জানান, “শকুনটি সুস্থ ভাবেই উদ্ধার করা হয়েছে। বর্তমানে শকুনটিকে রাজাভাত খাওয়া শকুন ভালচার কনজারভেশন ও ব্রিডিং সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।” যদিও জেলায় এই ধরনের বিরল প্রজাতির শকুন উদ্ধারের ঘটনায় বেশ অনেকটাই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rare Bird: বিশাল ডানা, এলাকায় কেউ কোনওদিন দেখেনি এইরকম পাখি, ও কে এসে বসল চালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল