আধিকারিকরা বলেন, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরেছেন। তাঁদের কোনও কাজ নেই। তাঁদের স্বনির্ভর করতে এই উদ্যোগ।মুরগি পালন করে তাঁরা অর্থ উপার্জন করতে পারবেন। মুরগি ও ডিম বিক্রি করে লাভবান হবেন। সেই কারণে এদিন ৬ জনকে মুরগির বাচ্চা দেওয়া হল।
আরও পড়ুনঃ ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন, বছর পরে কী অবস্থায় লালগোলার নৌ-বন্দর! আসল গল্প শুনলে চমকে যাবেন
advertisement
শুধুমাত্র এই ৬ জন পরিযায়ী শ্রমিকই নন, আগামীদিনে আরও পরিযায়ী শ্রমিককে তাঁরা সাহায্য করবেন। এদিকে মুরগির বাচ্চা পেয়ে খুশি পরিযায়ী শ্রমিকরা।
কাজ খুঁজতে ভিনরাজ্যে পাড়ি দেন বহু মানুষ। এবার সেই পরিযায়ী শ্রমিকদের স্বনির্ভর করতেই নেওয়া হল বড় উদ্যোগ। রাজ্য সরকারের আত্মা প্রকল্পের অধীন ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহযোগিতায় এবং কৃষি বিভাগের পক্ষ থেকে মুরগি বিতরণ করা হল। এদিন শীতলকুচির ৬ জন পরিযায়ী শ্রমিককে ৮৪টি করে মুরগি তুলে দেওয়া হয়। আগামীদিনে আরও পরিযায়ী শ্রমিককে সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।