টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন স্কুলের মাঠ জলে ডুবে গিয়েছে। অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় স্কুল আসছে না পড়ুয়ারাl ফালাকাটা ব্লকের উমাচরণপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়, উমাচরণপুর জুনিয়ার হাই স্কুল ও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা এই বৃষ্টিতে। এদিকে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। চরতোর্ষা ডাইভার্সনের উপর মহাসড়ক দিয়ে বয়ে যাচ্ছে জল। এরফলে আলিপুরদুয়ার-ফালাকাটার মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
advertisement
আরও পড়ুন: কোটি টাকা খরচে তৈরি ন্যানো প্রযুক্তির রাস্তার বছর ঘুরতেই বেহাল দশা
টানা বৃষ্টিতে পাশের জেলা কোচবিহারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন। যাতায়াতকারীদের মতে, ২০১৭ সালের এবারের বর্ষায় আবার এমন পরিস্থিতি হল। এর ফলে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রশাসন আগাম ব্যবস্থা না নেওয়াতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে এলাকার পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন।
অনন্যা দে