গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়েছে। এদিন সলুইস গেট খুলে জমা জল বার করতে যেতেই বিপত্তি ঘটে। জলের চাপে তলিয়ে যায় পাঁচটি বাড়ির বেশ কিছুটা অংশ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কিছু বাড়ি, ভেঙেছে কয়েকটি বাড়ির শৌচালয়। বালুরঘাট শহরের ১২ নম্বর ওয়ার্ডের সদরঘাট সংলগ্ন এলাকার ঘটনা।
আরও পড়ুন: ইঞ্জিনিয়ারদের দিন গেল! উচ্চমাধ্যমিক পাশ যুবকের কীর্তি জানলে আপনিও ছুটে আসবেন…
advertisement
এই ঘটনার জেরে এলাকার বেশ কয়েকটি পরিবারের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে বাড়ির টিন খুলে নিয়ে গিয়ে উঁচু জায়গায় ছাউনি করে থাকছেন। কেউ স্থানীয়দের কয়েকজন আবার এলাকার পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। এদিকে বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানানো হলেও কোনরকম সাড়া মেলেনি বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।
এই বিপর্যয় প্রসঙ্গে বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র বলেন, সমস্যার বিষয়টি সেচ দফতরকে জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন পড়লে এই পরিবারগুলিকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পরিস্থিতিতে বৃষ্টির পরিমাণ বাড়লে বিপর্যয়ের মাত্রা আরও বাড়তে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। সব মিলিয়ে বর্ষাকালে আবার ভয়ের পরিবেশ উত্তরবঙ্গে।
সুস্মিতা গোস্বামী