TRENDING:

North Dinajpur News: চালকুমড়ো, ঢেঁড়স, পান জলের তলায়! বাড়বে বাজারদর, আফসোস চাষির

Last Updated:

টানা বৃষ্টির কারণে ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে বিঘার পর বিঘা ফসল। উত্তর দিনাজপুরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পটল, কাঁকরোল, শসা, বরবটি, আনারস ও পান। ফসল পচে যাওয়ায় সমস্যায় পড়ছেন কৃষকরা। তাঁরা জানান, প্রতি বছর বর্ষায় তিস্তার জল মহানন্দা নদীতে প্রবেশ করে। দুই নদীর মিলিত প্রবাহ এলাকা ভাসিয়ে ঢুকে পড়ে চাষের জমিতেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: চলতি বছর বর্ষায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলার চাষবাস। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, আবার দক্ষিণে বৃষ্টি নেই। কখনও টানা বৃষ্টি কখনও আবার প্রচণ্ড রোদ। আবহাওয়ার এই খামখেয়ালিপণায় ক্ষতির সম্মুখীন চাষিরা।
advertisement

কয়েকদিনের টানা বৃষ্টিতে বানভাসি তিস্তা। নদীর জল ঢুকে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের ফসল। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর, রাজুভিটা-সহ একাধিক এলাকায় চাষের জমিতে জল বসে গিয়েছে। নষ্ট হয়েছে বিভিন্ন কৃষিজ ফসল।

বেশিরভাগ কৃষক আগাম ফসল ফলিয়ে লাভবান হন। কিন্তু এবার টানা বৃষ্টির কারণে ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে বিঘার পর বিঘা ফসল। উত্তর দিনাজপুরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পটল, কাঁকরোল, শসা, বরবটি, আনারস ও পান। ফসল পচে যাওয়ায় সমস্যায় পড়ছেন কৃষকরা। তাঁরা জানান, প্রতি বছর বর্ষায় তিস্তার জল মহানন্দা নদীতে প্রবেশ করে। দুই নদীর মিলিত প্রবাহ এলাকা ভাসিয়ে ঢুকে পড়ে চাষের জমিতেও।

advertisement

আরও পড়ুন- উড়বে ড্রোন, বহুতলের ছাদ থেকে চলবে নজরদারি, ২১ জুলাই কেমন নিরাপত্তা ধর্মতলায়?

View More

কৃষক সোহেল হোসেন জানান, প্রায় দশ কাঠা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। এলাকার প্রায় ৫ হাজার চাষির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর কথায়, “চালকুমড়ো, ঢেঁড়স, পান সবই ফসল জলের তলায়। গত বছরের তুলনায় এবার ক্ষতির পরিমাণও বেশি।” কৃষকদের দাবি, বিপুল পরিমাণে ফসল নষ্ট হয়ে যাওয়াতে তাঁরা সমস্যায় পড়ছেন। ইসলামপুর ব্লকের এই কৃষিজ ফসল নষ্ট হওয়াতে বাজারে সবজির দাম চড়া হবারও সম্ভাবনা রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: চালকুমড়ো, ঢেঁড়স, পান জলের তলায়! বাড়বে বাজারদর, আফসোস চাষির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল