ভুটানের নদীর জল দিক পালটে পাশাখা সীমান্ত দিয়ে আলিপুরদুয়ারের জয়গাঁ আপার খোকলাবস্তি গ্ৰামে প্রবেশ করছে দু’দিন আগে থেকেই। এতে আপার খোকলাবস্তি গ্ৰামের ঘরে ঘরে জল কাদা প্রবেশ করছে। এই নিয়ে ক্ষোভ জাহির করলেন আপার খোকলাবস্তি বাসিন্দারা। এই এলাকাটি ভুটান পাহাড়ের গায়ে লাগানো। ৬৫ টি পরিবারের বসবাস গ্রামে। সকালে একটু বৃষ্টি কমতেই বাসিন্দারা ঘর পরিষ্কারের কাজে হাত লাগান। কিন্তু তাতে কোনও লাভ নেই বলে জানিয়েছেন তারা। লাগাতার এই বৃষ্টি চলতে থাকবে আর ঘর নদীর জলে ভরে যাবে। বসন্ত মোক্তান নামের এক বাসিন্দা জানান, “ভয়াবহ এক রাত দেখলাম আমরা। মনে হচ্ছিল নদীর জল আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। ঘুম চোখে, মাথায় বৃষ্টি নিয়েই পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম। কোনও দিন এমন পরিস্থিতি আমরা দেখিনি।”
advertisement
প্রবল বর্ষণে ভুটানের বামনিঝোরা নদীর জল জয়গা আপার খোকলাবস্তি গ্ৰামে নালা হয়ে প্রবেশ করে বলেই জানা যায়। নালাতে আসা কাদা জল উপচে বাসিন্দাদের ঘরে প্রবেশ করে। এমনকি ভুটানের সীমানা প্রাচীরও প্রবল স্রোতে ধসে গিয়ে হেলে পড়েছে। যে কোনও সময় পড়ে যেতে পারে তা বলে জানান স্থানীয়রা। গোটা গ্রামে দেখা গিয়েছে আতঙ্ক। বাসিন্দারা জানান, শ্রাবণের বৃষ্টি থামার নয়। ভয়কে সঙ্গী করেই এলাকায় রাত্রিযাপন করতে হবে তাঁদের। বাসিন্দাদের অভিযোগ, ভুটান এই নদীর গতি এদিকে ডাইভার্ট করে দিয়েছে। এজন্য সমস্ত নদীর কাদা জল আপার খোকলাবস্তি গ্ৰামে প্রবেশ করছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান, “এই কারণেই আমরা ভারত-ভুটান নদী কমিশনের কথা বলছি। মুখ্যমন্ত্রী বিধানসভায় একাধিকবার এই কথা তুলেছেন। কেন্দ্রকে এই বিষয়গুলি দেখতে হবে। নাহলে জয়গাঁ শেষ হয়ে যাবে।”
Annanya Dey