Alipurduar News: জঙ্গল বন্ধের মাঝেই দারুণ খবর...! কাতারে কাতারে ভিড় পর্যটকদের, বিনা টিকিটে বাইসন, হাতি, হরিণের দেখা মিলছে এই জায়গায়
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: জঙ্গল বন্ধ তাতে কী হয়েছে! বুনোদের দেখা মিলছে জঙ্গলের রাস্তায়। যার কারণে পর্যটকদের আগমন বন্ধ হচ্ছে না।
আলিপুরদুয়ার: জঙ্গল বন্ধ তাতে কী হয়েছে! বুনোদের দেখা মিলছে জঙ্গলের রাস্তায়। যার কারণে পর্যটকদের আগমন বন্ধ হচ্ছে না। জলদাপাড়া হোক আর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল, পর্যটকদের মুঠোফোন হাতে প্রায় সময়ই দেখা যাচ্ছে রাস্তায়।
প্রতিনিয়ত পর্যটক আসছেন আলিপুরদুয়ারের জঙ্গলের এই রাস্তাগুলিতে। বিশেষ করে শনি ও রবিবার পর্যটকদের ঢল নামছে। বহুদূর নয়, স্থানীয় পর্যটকদের দেখা মিলছে বেশি। ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় জঙ্গল। সেই মোতাবেক বর্তমানে বন্ধ রয়েছে জলদাপাড়া, বক্সা জঙ্গলের পর্যটন। তিন মাস জঙ্গল এলাকায় পর্যটকদের কোনও বছরেই দেখা যায়নি। তবে এই বছর বিশেষ করে জলদাপাড়া জঙ্গল সংলগ্ন রাস্তায় দেখা যাচ্ছে পর্যটকদের ভিড়। রাস্তা সংলগ্ন জঙ্গলে দেখা মিলছে বাইসন, হাতি, হরিণের। বিশেষ করে দুপুর ও বিকেলের সময় এই বন্যজন্তুদের দেখা যাচ্ছে। কপাল ভাল থাকলে একশৃঙ্গ গন্ডারের দেখা মিলছে বলে জানান পর্যটকরা।
advertisement
আরও পড়ুন: একই দিনে, একই জায়গায় ৫ দুর্ঘটনা…! অদ্ভুতুড়ে কান্ড এই জাতীয় সড়কে, তাজ্জব ট্রাফিক পুলিশকর্মীরাও
advertisement
এই খবর জানাজানি হতে স্থানীয় পর্যটকদের পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকেও পর্যটকরা আসছেন। জলদাপাড়া জঙ্গল সংলগ্ন মাদারিহাট, বীরপাড়ার রাস্তায় এলেই দেখা যাচ্ছে এই দৃশ্য। আবার অনেকে চলে আসছেন তোর্ষা ব্রিজেও। একসঙ্গে ১০-২০ টি হাতি, বাইসন দেখতে কে না চান। জঙ্গল তিন মাসের জন্য বন্ধ হলেও নিরাশ হচ্ছেন না পর্যটকরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অর্কপ্রভ রায় নামের এক পর্যটক জানান, “জঙ্গলের রাস্তা দিয়ে বেড়াতে আসেন সকলে বন্যপ্রাণ দেখবেন বলেই। সেই সাধ পূরণ হচ্ছে আর কী চাই। টিকিট কাটতে হচ্ছে না, একদম চোখের সামনেই দেখা মিলছে বন্যপ্রাণীর।”
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 3:59 PM IST