তড়িঘড়ি তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। জানা যায় ঐ ব্যক্তির নাম চন্দ্রকান্ত ভগত (৪৫)।
আরও পড়ুন – Puri: পুরীতে জগন্নাথদেবের দর্শন করে ফিরছিলেন বাড়ি, তারপর যা হল তা ভাবা যায় না
তিনি সিআইএসএফের ৫১১ নং ব্যাটেলিয়ানের জওয়ান। তিনি হেড কনস্টেবল পদে কর্মরত। তাঁর কর্মস্থল ফারাক্কা,এবং ঝাড়খন্ডের বাসিন্দা। লোকসভা নির্বাচনের জন্য জলপাইগুড়ি জেলায় তাঁর পোস্টিং রয়েছে । তাঁকে তাঁর ব্যাটালিয়নের জওয়ানরাই উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর পর্যবেক্ষণেরাখা হয়েছে।
advertisement
বাহিনীর অন্যান্য জওয়ান সূত্রে খবর, ফরাক্কায় পোস্টিং ছিল। নির্বাচনের কাজে ডিউটিতে ধূপগুড়িতে এসেছে। সকালে অসুস্থ হয়ে পড়ায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। চিকিৎসকরা বলেন, নাক দিয়ে রক্ত পড়েছে,গরম থেকেও এমনটা হতে পারে।
Surajit Dey