TRENDING:

Siliguri News: পিৎজা ফুচকা খেয়েছেন কখনও! এই দোকানে লোভনীয় ফুচকা খেতে জমছে ভিড়

Last Updated:

ভেজ এবং নন ভেজ দুরকমরেই পিজ্জা ফুচকা পাওয়া যায় এখানে। ভেজ পিজ্জা ফুচকাতে কর্ন, ভেজিটেবল দিয়ে চিজ দিয়ে একেবারে পিজ্জার মত ফুচকা বানিয়ে পরিবেশন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: পিজ্জা তো খেয়েছেন? কিন্তু পিজ্জা ফুচকা খেয়েছেন কখনও? ভাবছেন এটা আবার কি করে সম্ভব। এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন শিলিগুড়ির এক ব্যবসায়ী। ফুচকা খেতে সকলেরই ভাল লাগে। ফুচকার প্রতি বাঙালির অন্যরকম একটা মোহ রয়েছে। রাস্তায় বেরোলে অধিকাংশ মানুষই আর কিছু খান না খান, ফুচকা অবশ্যই খাবেন। আর সেই ভাললাগাটাকেই হাতিয়ার করে আস্ত একটা কোম্পানি খুলেছেন শিলিগুড়ির এক ব্যবসায়ী। অবাক হচ্ছেন তো? হ্যাঁ বিষয়টি একেবারেই সত্যি।
advertisement

আরও পড়ুনঃ সেকেন্ডে উধাও হেঁচকি, জলেই হবে কেল্লাফতে! শুধু পান করুন সহজ এই নিয়মে! নিমেষে স্বস্তি

সাধারণত ফুচকা আপনারা ঠেলা গাড়িতে খেতে অভ্যস্ত। তবে শিলিগুড়ির এই ব্যবসায়ী ফুচকার আস্ত কোম্পানি খুলেছেন। যার নাম ‘ওউন পানিপুরি ‘ এখানে এলেই ভিন্ন স্বাদের ২০ ধরনের ফুচকা খেতে পারবেন সকলে। চিকেন ফুচকা, মোমো ফুচকা, ম্যাগি ফুচকা আরও এমন ফুচকা রয়েছে যেই ফুচকার হয়তো নামই কখনও শোনেননি কেউ। তার মধ্যে দারুন খেতে পিজ্জা ফুচকা। ভেজ এবং নন ভেজ দুরকমরেই পিজ্জা ফুচকা পাওয়া যায় এখানে। ভেজ পিজ্জা ফুচকাতে কর্ন, ভেজিটেবল দিয়ে চিজ দিয়ে একেবারে পিজ্জার মত ফুচকা বানিয়ে পরিবেশন করা হয়। দামটাও একেবারেই সামান্য। তাই এই স্বাদ উপভোগ করতে আসতেই হবে ‘ওউন পানিপুরি’।

advertisement

View More

শিলিগুড়ি শহরে তাঁদের আমতলা ক্লাব এবং হাতি মোড়ের কাছে দুটো আউটলেট রয়েছে। আর প্রতিদিন মজা লুটতে ফুচকা খেতে দিন দিন ভিড় উপচে পড়ছে তাঁর দোকানে। ফুচকার দোকানে এমনিতেই ভিড় লেগে থাকে তার ওপর আবার ফুচকার রেঁস্তোরা। বসে আরাম করে খাওয়া যাবে সেখানে ভেবেই লোকজন ছুটে আসছে। দোকানের কর্মরত নিতিশা চক্রবর্তী বলেন, “শিলিগুড়িতে তথা উত্তরবঙ্গে ফুচকার প্রথম কোম্পানি আমাদের। আমরা ফুচকা প্রেমীদের জন্য নিজেরা অনেক নতুন নতুন ফুচকার তৈরি করেছি। তার মধ্যে এই পিজ্জা ফুচকা লোকে ভীষণ পছন্দ করছে। দামটাও একেবারেই সাধ্যের মধ্যে। তাই একটু ভিন্ন স্বাদের ফুচকা খেতে হলে আমাদের এখানে ঘুরে যেতে পারেন সকলে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: পিৎজা ফুচকা খেয়েছেন কখনও! এই দোকানে লোভনীয় ফুচকা খেতে জমছে ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল