কিছু সময়ের ব্যবধানে পাঁচটি সড়ক দুর্ঘটনার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এদিন দেখা গেল আলিপুরদুয়ারের হাসিমারা গুরুদুয়ার সংলগ্ন জাতীয় সড়কে। স্থানীয়দের দাবি এই সড়কে দুর্ঘটনা ঘটে। তবে পর পর পর দুর্ঘটনার সাক্ষী তারা থাকেননি। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে বন দফতরের একটি গাড়ি। এরপর একটি জওয়ানদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। যেখানে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও, প্রাণে বেঁচে যান দুই গাড়ির চালক।
advertisement
আরও পড়ুন: শুধু বৃষ্টির অভাব নয়, আরও এক কারণে শুকিয়ে যাচ্ছে মাঠের ফসল! ভ্রুক্ষেপ নেই প্রশাসনের
এরপর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে থাকা একটি দোকানে ধাক্কা মারে। যার কারণে দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়। এরপর আরও দুটি দুর্ঘটনা ঘটে ওই জাতীয় সড়কে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। যদিও, এর মধ্যে জওয়ানদের গাড়ির দুর্ঘটনার খবরই পুলিশের কাছে এসেছে এবং ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে উদ্ধার করেছে পুলিশ বলে দাবি তাদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা চারণজিৎ সিং বলেন, “ভয়াবহ কোনও দুর্ঘটনা না হলেও, সকালে কিছু সময়ের মধ্যে মোট পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই এই জাতীয় সড়ক পুনরায় মেরামত করা হয়, ফলে বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে পড়ছে এবং গাড়ির ব্রেক কষার পরও তা না কাজ না করায় এই দুর্ঘটনা।”
Annanya Dey