আরও পড়ুন: এখানে রাখা থাকত বাঘের দুধ! বন্ধ ‘উল্টো ঘর’ আবার খুলবে?
বিশেষ এই পুজোর আয়োজন করা হয় সকলের মঙ্গল কামনা করার জন্য। কবে এই পুজোর সূচনা হয়েছিল সেটা বলা অসম্ভব। তবে প্রাচীন লোকমতে এই পুজো আজও হয়ে আসছে বিভিন্ন এলাকায়। এই পুজোর দুই উদ্যোক্তা রবি সন্ন্যাসী ও বাদল দাস জানান, বর্তমান সময়ে এই পুজো কোথাও খুব একটা দেখতে পাওয়া যায় না। তবে যে সমস্ত এলাকায় এখনো চরক পুজোর আয়োজন করা হয়। সেখানে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে।
advertisement
দীর্ঘ সময় ধরে তারা চড়ক পুজো করেন। তাই এই বিশেষ পুজোরও আয়োজন করা হয়। এই পুজোর সময় দুজনকে শিব এবং পার্বতী সাজানো হয়। ঢাকের তালে তাঁরা দু’জন নৃত্য করেন। আজও বহু মানুষ এই পুজোগুলিকে আঁকড়ে ধরে রেখেছেন। তাই তো বছরের এই বিশেষ সময় গ্রাম বাংলার বহু এলাকায় এই বিশেষ পূজোর আয়োজন হতে দেখা যায়।
সার্থক পণ্ডিত