TRENDING:

Har Gauri Puja: হর-গৌরীর পুজোয় ভক্তের ঢল

Last Updated:

Har Gauri Puja: বিশেষ এই পুজোর আয়োজন করা হয় সকলের মঙ্গল কামনা করার জন্য। কবে এই পুজোর সূচনা হয়েছিল সেটা বলা অসম্ভব। তবে প্রাচীন লোকমতে এই পুজো আজও হয়ে আসছে বিভিন্ন এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে লোক সংস্কৃতির নানান ঐতিহ্য ও পুজো-পার্বণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সমস্ত বিষয়গুলি আজও বেশকিছু গ্রামে দেখতে পাওয়া যায়। সাধারণভাবে বিভিন্ন ধরনের পুজো আমরা বিভিন্ন সময় হতে দেখি। তবে গ্রাম বাংলা একটি বিশেষ পুজো দেখতে পাওয়া যায়। এই বিশেষ পুজোর নাম চড়ক পুজো। বিশেষ এই পুজোর পুরোহিত রাজীব চক্রবর্তী জানান, চড়ক পুজোর সম্পর্কে তো অনেকেই জানেন। চড়কের একদিন আগের রাতে এক বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই পুজোয় যে দেবতার মূর্তি প্রতিষ্ঠিত করা হয় সেই মূর্তির অর্ধেক অংশ হয় দেবীর এবং অর্ধেক অংশ হয় দেবতার। মূলত দেবী পার্বতী ও মহাদেবকে এখানে কল্পনা করা হয়। এই কারণেই এই পূজোর নাম হর-গৌরী কিংবা শিব-পার্বতী পুজো।
advertisement

আর‌ও পড়ুন: এখানে রাখা থাকত বাঘের দুধ! বন্ধ ‘উল্টো ঘর’ আবার খুলবে?

বিশেষ এই পুজোর আয়োজন করা হয় সকলের মঙ্গল কামনা করার জন্য। কবে এই পুজোর সূচনা হয়েছিল সেটা বলা অসম্ভব। তবে প্রাচীন লোকমতে এই পুজো আজও হয়ে আসছে বিভিন্ন এলাকায়। এই পুজোর দুই উদ্যোক্তা রবি সন্ন্যাসী ও বাদল দাস জানান, বর্তমান সময়ে এই পুজো কোথাও খুব একটা দেখতে পাওয়া যায় না। তবে যে সমস্ত এলাকায় এখনো চরক পুজোর আয়োজন করা হয়। সেখানে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে।

advertisement

দীর্ঘ সময় ধরে তারা চড়ক পুজো করেন। তাই এই বিশেষ পুজোরও আয়োজন করা হয়। এই পুজোর সময় দুজনকে শিব এবং পার্বতী সাজানো হয়। ঢাকের তালে তাঁরা দু’জন নৃত্য করেন। আজও বহু মানুষ এই পুজোগুলিকে আঁকড়ে ধরে রেখেছেন। তাই তো বছরের এই বিশেষ সময় গ্রাম বাংলার বহু এলাকায় এই বিশেষ পূজোর আয়োজন হতে দেখা যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Har Gauri Puja: হর-গৌরীর পুজোয় ভক্তের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল