বেড়ার মতো ঝুলন্ত সোলার ফেন্সিং দেওয়ার পর হাতির হানা রুখতে সক্ষম হয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্প জঙ্গল লাগোয়া রাজাভাতখাওয়া গ্রামের বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়ার গারো, পাম্পু বস্তি গ্রামে ১১ কিলোমিটার ব্যাসার্ধজুড়ে পর্দার মতো করে সৌর বিদ্যুতের ঝুলন্ত ফেন্সিং দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বাংলার বুকে একটুকরো নেপাল! জানকী মন্দিরের আদলে গণেশ পুজো মণ্ডপ, কোথায় গেলে দেখতে পাবেন?
advertisement
গত কয়েক মাস ধরে ঝুলন্ত সোলার ফেন্সিং লাগানোর কাজ চলছে। বর্তমানে কাজ প্রায় শেষের দিকে। এরপর থেকে এখনও পর্যন্ত গ্রামে হাতি প্রবেশ করেনি বলে জানা গিয়েছে। আগে এলাকায় জঙ্গল থেকে প্রায় দিনই হাতির দল বেরিয়ে আসত। গৃহস্থের বাড়িঘর ভাঙচুর করার পাশাপাশি ফসলের উপর চলত হানা। হাতির উপদ্রবে চাষাবাদ ভুলে গিয়েছিল এলাকার বাসিন্দারা। হাতির আক্রমণ রোধে কী করণীয় সেই নিয়ে চিন্তিত ছিলেন সকলে।
অবশেষে গ্রামের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে গোটা গ্রামে ঝুলন্ত সোলার ফেন্সিং লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা রাজু ওরাও জানান, ‘সৌর বিদ্যুতের এই ঝুলন্ত ফেন্সিং দেওয়ার পর থেকে গ্রামে হাতির হানা হচ্ছে না। আমরা এবার ফসলও ভাল উৎপাদন করেছি’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার যৌথ বন সুরক্ষা কমিটির তরফে জানা যায়, গত কয়েক কমিটির প্রাপ্ত অর্থ সঞ্চয় করে দেখা যায় প্রায় ২০ লক্ষ টাকা জমা হয়েছে। এই টাকা দিয়েই গ্রামে ঝুলন্ত সোলার ফেন্সিং দেওয়া হয়েছে।